বাংলা হান্ট নিউজ ডেস্ক: লখনউতে খেলা প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬২ রানের ব্যবধানে জয় পেয়েছে ভারত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে রোহিত শর্মারা। কিন্তু এই ম্যাচে এক মুহূর্তের মধ্যে নায়ক থেকে ভিলেনে পরিণত হয়েছিলেন একজন ভারতীয় খেলোয়াড়। অধিনায়ক রোহিত শর্মাও এই খেলোয়াড়ের উপর এতটাই রেগে গিয়েছিলেন যে নিজের মাথা চেপে ধরেছিলেন।
শ্রীলঙ্কার ইনিংসের ষষ্ঠ ওভারটি যুজবেন্দ্র চাহালের হাতে তুলে দেন অধিনায়ক রোহিত শর্মা। যুজবেন্দ্র চাহালের ওভারের দ্বিতীয় বলে, শ্রীলঙ্কার ব্যাটসম্যান চারিত আসালাঙ্কা ছক্কা হাঁকানোর জন্য বড় শট খেলেন, কিন্তু বাউন্ডারির কাছে দাঁড়িয়ে থেকে একটি সাধারণ ক্যাচ ধরতে পারেননি শ্রেয়স আইয়ার। সেই সময় শ্রীলঙ্কার ব্যাটসম্যান চারিত আসালাঙ্কা ব্যক্তিগত ৬ রানে ব্যাট করছিলেন, কিন্তু শ্রেয়স আইয়ার তার ক্যাচ ফেলার পর তিনি ৫৩ রান করেন।
শ্রেয়স আইয়ার ক্যাচটি ফেলার সাথে সাথে অধিনায়ক রোহিত শর্মা রেগে গিয়ে নিজের মাথা চেপে ধরেন। ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালকেও কিছুটা হতাশ দেখাচ্ছিল। এই ম্যাচে ৩ নম্বরে ব্যাট করা শ্রেয়স আইয়ার ২৮ বলে ৫৭ রান করেন, যার মধ্যে ৫টি চার ও ২টি ছক্কা সামিল ছিল। ব্যাটিংয়ে শ্রেয়স আইয়ার নায়ক হিসেবে প্রমাণিত হলেও ফিল্ডিংয়ের সময় এই কারণে তিনি হঠাৎ করেই ভিলেনে পরিণত হন।
— Addicric (@addicric) February 24, 2022
যখন এই ঘটনাটি ঘটেছিল, যুজবেন্দ্র চাহালের কোন ধারণা ছিল না যে শ্রেয়স এই ক্যাচটি ফেলে দেবেন, যার কারণে তিনি প্রায় উইকেট পাওয়ার আনন্দ উদযাপন করতে দৌড়েছিলেন। তবে কিছুক্ষণ পরেই চাহালের এই ভুল ধারণা ভেঙে যায় এবং তিনি বুঝতে পারেন শ্রেয়স ক্যাচটি ফেলে দিয়েছেন। এই কারণেই এখন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে উঠছে এবং নেটিজেনরাও এই নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন।