বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল ২০২২ শুরু হচ্ছে কালকে। কলকাতা নাইট রাইডার্সকে তাদের প্রথম ম্যাচ খেলতে হবে গতবারের বিজয়ী দল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। সেটাই হবে এইবারের আইপিএলের প্রথম ম্যাচ। সদ্য ধোনি অধিনায়কত্ব ছাড়ায় নতুন সিএসকে অধিনায়ক হয়েছেন রবীন্দ্র জাদেজা। তবে সেই কারণে চেন্নাইকে খাটো করে দেখার প্রশ্ন উঠছে না। সঠিক পরিকল্পনা করেই মাঠে নামতে চলেছে তারা।
প্রসঙ্গত, গতবার তাদের বিরুদ্ধেই আইপিএল ফাইনাল হেরেছিল নাইটবাহিনী। আইপিএল ২০২২-এর মেগা নিলামে কলকাতা তাদের দলকে বেশ কিছুটা বদলে নিয়েছে। দলের নেতৃত্বও ভারতের তরুণ তারকা খেলোয়াড় শ্রেয়স আইয়ারের হাতে। এছাড়াও, ভেঙ্কটেশ আইয়ারও আইপিএলের ১৫ তম মরশুমে ফের একবার ব্যাট হাতে ওপেন করতে প্রস্তুত। এছাড়া আছেন অভিজ্ঞ টিম সাউদি প্যাট কামিন্সের মতো বিপজ্জনক বোলাররা। সেইসঙ্গে আন্দ্রে রাসেল ও সুনীল নারায়ণের অলরাউন্ড স্কিল দলের ব্যাটিং গভীরতা বাড়াবে। তবে এই মুহূর্তে পাকিস্তান সফরে থাকায় কামিন্সকে পাবে না নাইটরা। তাই পেসের বদলে স্পিনকেই হাতিয়ার করতে চাইবেন তারা।
কাল কেকেআরের প্রথম একাদশে দেখা যেতে পারে তিন স্পিনারকে, যাদের মধ্যে দুজনই আবার বিদেশি। বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণের সঙ্গে দলে জায়গা করে নিতে পারে আফগান তারকা মহম্মদ নবী। সেক্ষেত্রে ব্যাটিং গভীরতাও বাড়বে নাইটদের কারণ অফস্পিনের পাশাপাশি নবীর ব্যাটিংয়ের হাতও বেশ ভালো।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ:
ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারায়ণ, অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার, স্যাম বিলিংস, আন্দ্রে রাসেল, শেলডন জ্যাকসন (উইকেটরক্ষক), মহম্মদ নবী, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, এবং উমেশ যাদব