ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স শ্রেয়সের, আরও একটা সিরিজ জিতলো রোহিত শর্মার ভারত

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দুর্দান্ত পারফরম্যান্স ভারতের। ব্যাট হাতে ফের একবার জ্বলে উঠলেন শ্রেয়স আইয়ার। তাকে যোগ্য সঙ্গত ছিলেন সঞ্জু স্যামসন এবং রবীন্দ্র জাদেজা। ফলস্বরুপ আবারও এক ম্যাচ বাকি থাকতেই আরও একটি সিরিজ জিতে নিলো রোহিত শর্মার ভারত। ভারতের এই জয় এলো ৭ উইকেটের ব্যবধানে।

প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণ করেছিল শ্রীলঙ্কা। কিন্তু শনিবার তাদের অন্য রূপ দেখা গেল। পাওয়ার প্লে-তে যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমাররা শ্রীলঙ্কার একটি উইকেটও তুলতে পারেননি। কিন্তু মাঝের ওভারগুলিতে স্বল্প সময়ের ব্যবধানে চরিত আসালঙ্কা, কামিল মিশারা এবং তারকা ক্রিকেটার দীনেশ চন্ডীমালকে হারায় শ্রীলঙ্কা। কিন্তু এরপর নিসঙ্ক এবং অধিনায়ক দাসুন শনাকার জুটি রুখে দাঁড়ায়। দুর্দান্ত ব্যাটিং করে ৫৩ বলে ৭৫ করেন দাসুন শনাকা। শেষ ৪ ওভারে ৭২ রান তোলে শ্রীলঙ্কা। ডেথ ওভারে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ। প্রথম ম্যাচের জের কাটিয়ে এই ম্যাচে ১৮৩ রান তোলে ভারত।

ভারতের শুরুটা খুব খারাপ হয়েছিল হয়নি। ১ রানে করেই দুষ্মন্ত চামিরার বলে আউট হয়ে ফিরে যান রোহিত। ১৬ রান করে ফিরে যান ঈশান কিষানও। এরপর শ্রেয়স আইয়ার এবং সঞ্জু স্যামসন ভারতীয় ইনিংসের হাল ধরেন। দুর্দান্ত ছন্দে দেখিয়েছে সঞ্জুকে। ২৫ বলে তিনটি ছয় সহ ৩৯ করে আউট হন সঞ্জু।

পাঁচে নামলেন জাডেজা। শুরুটাই করেন আক্রমণাত্মক ভাবে। চামিরার একটি ওভারে নিলেন ২১ রান। ম্যাচ দখলে চলে এল ওই ওভারেই। শ্রেয়স শেষপর্যন্ত দুরন্ত ব্যাটিং করে ৭৪ রানে অপরাজিত থাকেন এবং জাডেজা অপরাজিত থাকেন ৪৫ রানে। ফলে দুর্দান্ত জয় পায় ভারত।

 

X