শ্রুতির শাড়ির কুঁচি ধরে দিলেন স্বর্ণেন্দু, সরস্বতী পুজোয় নতুন করে প্রেম শেখালেন সুপারহিট জুটি

বাংলাহান্ট ডেস্ক: প্রেমে থাকলে কেউ না কেউ ভাঙন ধরানোর জন‍্য ওঁত পেতে থাকবেই, এমনটা ঘটে এসেছে বহুকাল ধরে। শিকার হয়েছেন অভিনেত্রী শ্রুতি দাসও (shruti das)। স্বর্ণেন্দু সমাদ্দারের (swarnendu samaddar) সঙ্গে তাঁর সম্পর্ক নাকি ভেঙে গিয়েছে, গুজব রটেছিল এমনটাই। তারপর জানা গেল, আসলে সর্ষের মধ‍্যেই ভূত! শ্রুতির খুব ঘনিষ্ঠ একজনই নাকি চক্রান্ত করে এই গুজব রটিয়েছিলেন।

ভুয়ো খবর কানে ভেসে আসতেই মুখ খুলেছিলেন শ্রুতি। অর্জুন মালাইকার স্টাইলেই সরাসরি প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করে তিনি উড়িয়ে দিয়েছিলেন বিচ্ছেদের ভুয়ো খবর। এবার সরস্বতী পুজোতে স্বর্ণেন্দুর মধ‍্যে নতুন করে যেন প্রেম খুঁজে পেলেন শ্রুতি। অভিনেত্রী প্রেমিকার আবদার মেনে ক‍্যামেরার পেছন থেকে সামনে এসেছেন পরিচালক।

IMG 20220107 171813 2
দুজনে মিলে একটি রোম‍্যান্টিক রিল ভিডিও বানিয়েছেন শ্রুতি স্বর্ণেন্দু। রঙ মিলিয়ে বেগুনি পাঞ্জাবি ও শাড়ি প‍রেছেন দুজনে। কখনো নিশ্চিন্তে স্বর্ণেন্দুর বুকে মাথা রেখেছেন শ্রুতি, আবার কখনো মাঝরাস্তায় বসে প্রেমিকার শাড়ির কুঁচি সামলে দিয়েছেন পরিচালক। সব মিলিয়ে শ্রুতি স্বর্ণেন্দুর বাঙালি ভ‍্যালেন্টাইনস ডে একেবারে জমজমাট।

IMG 20220206 010215

বেশিদিন আগে না, গত ২৬ জানুয়ারির কথা। নেটপাড়ায় হঠাৎই গুঞ্জন ছড়িয়ে পড়ল, শ্রুতি স্বর্ণেন্দূর প্রেম নাকি ভাঙছে। জল বেশি গড়ানোর আগেই হাল ধরেছিলেন অভিনেত্রী। কারোর নাম না করেই নরমে গরমে একটি বার্তা দিয়েছেন তিনি। কী লিখেছিলেন শ্রুতি?

IMG 20220206 010250

ইন্ডাস্ট্রির সেই অনামা রটনাকারীর উদ্দেশে শ্রুতির বার্তা, ‘আমায় একদিন তুই-ই বলেছিলিস ইন্ডাস্ট্রিতে কেউ কারওর বন্ধু হয়না শ্রুতি, সবাই কে এত বিশ্বাস করে ভালোবাসিস না, ঠকবি! আমি বলেছিলাম-তুই তো ওরকম না, ব্যাস। আজ আমিই ঠকলাম তোকে ভালোবেসে। সুখী হ এটাই চাই। স্বর্ণেন্দুর সাথে আমার ব্রেকাপ হয়নি, হবেওনা। (খামোকা আমাদের ব্রেকাপ হয়েছে এই নিয়ে মেসেজ করছেন যারা করবেন না) ভালোবাসা নিয়ে কিছু লেখা মানে প্রেমিক প্রেমিকার ভালোবাসা নয়। ধন্যবাদ।’

https://www.instagram.com/reel/CZl3ngag4l7/?utm_medium=copy_link

 

পরের পোস্টে স্বর্ণেন্দুর সঙ্গে ‘হাতে গরম’ ছবি দিয়ে শ্রুতি স্পষ্ট করেছেন, আগের কটাক্ষটা ইন্ডাস্ট্রিরই একজনকে উদ্দেশ‍্য করে ছিল। তাঁকে নিজের ‘কাছের বন্ধু’ বলেও উল্লেখ করেছেন অভিনেত্রী। কিন্তু কে এই বন্ধু যে কিনা তাঁদের বিচ্ছেদের ভুয়ো খবর রটাল? বিষয়টা ব‍্যক্তিগত বলেই এড়িয়ে গিয়েছেন শ্রুতি।

Niranjana Nag

সম্পর্কিত খবর