মূর্তি ভেবে প্রণাম ঠুকছেন সবাই, মেকআপ শিল্পীর হাতের গুণে জীবন্ত ‘মা ভবতারিণী’ হয়ে উঠলেন শ্রুতি!

বাংলাহান্ট ডেস্ক: হাতে মোবাইল। প্রতিদিনের মতোই নিউজফিড স্ক্রোল করছেন। হঠাৎ দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর (Maa Bhabatarini) ছবি এলো। মোবাইলের স্ক্রিনেই প্রণাম করে স্ক্রোল বজায় রাখলেন। এবার যদি বলি, যে ছবিটা মূর্তি ভেবে প্রণাম ঠুকলেন সেটা আসলে একজন রক্তমাংসের মানুষ? আবার ফিরে গিয়ে খুঁটিয়ে দেখবেন নিশ্চয়ই? তাও বিশ্বাস হচ্ছে না? আপনার একার না, আরো অনেকেরই হচ্ছে না।

এমনি অবিশ্বাস‍্য কাণ্ড ঘটিয়ে বসেছেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das) এবং মেকআপ শিল্পী মুক্তি (Makeup Artist Mukti)। ধন‍্য তাঁর হাতের জাদু। সবার প্রিয় ‘নোয়া’কেই মা ভবতারিণী সাজিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন তিনি, অথচ কেউ চিনতেই পারছে না! বেশিরভাগ মানুষই সত‍্যি মা ভবতারিণীর মূর্তি ভেবে প্রণাম করছেন। শ্রুতির কাছে সত‍্যিটা জেনেও যেন ঘোর কাটছে না।

Shruti
কালীপুজোর আগে সোশ‍্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন শ্রুতি। দক্ষিণেশ্বরের মন্দিরের মা ভবতারিণীর মূর্তিই ভেবেছিলেন সকলে। ক‍্যাপশনে লেখা, ‘মা ভবতারিণী। বিশ্বজননী অনন্ত রুপিনী, সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী’। সবাই হোঁচট খায় এরপরেই।

লেখা হয়েছে, ‘বিশেষ দ্রষ্টব্য : এটি কোনো মূর্তি নয়, মনুষ্য শরীরে মায়ের রুপদান। ভবতারিণী মা এর রুপসজ্জা করেছেন মুক্তি রায়। বন্ধ নেত্রের ওপর চক্ষুদান করা হয়েছে। ভুল ত্রুটি মার্জনা করবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। জয় মা ভবতারিণী।’

দেখেশুনে হতভম্ব নেটনাগরিকরা। একজন লিখেছেন, ‘সত‍্যি বলার ভাষা নেই। প্রথমে বুঝতেই পারিনি, স্ক্রোল করে দিলাম। দ্বিতীয় বার আসতে ক‍্যাপশন পড়লাম। অসাধারণ সত‍্যি!’ কেউ লিখেছেন, ‘অবিশ্বাস্য! মূর্তি মনে করেছিলাম পরে ক্যাপশন টা দেখেও বিশ্বাস হচ্ছে না।’

শ্রুতি একা নন, তিনি যাঁর বুকে পা রেখে দাঁড়িয়েছেন তিনি শিব রূপে সুপ্রিয়। অথচ কাউকে দেখে বোঝার উপায়ই যে সবাই আসলে জ‍্যান্ত মানুষ। সংবাদ মাধ‍্যমকে আপ্লুত শ্রুতি বলেন, মহালয়াতে তিনবার মা কালী সেজেছেন তিনি। সেটার অভিজ্ঞতার থেকে এই শুটের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা।

https://www.instagram.com/p/Cj5jWMNSMLa/?igshid=YmMyMTA2M2Y=

মেকআপ শিল্পী মুক্তির ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, প্রস্তাবটা পাওয়ার পর দুবারও ভাবেননি তিনি। গত বছরেও কৃষ্ণনগরের বড়মা করে ভাইরাল হয়েছিলেন মুক্তি। সেটাও নাকি শ্রুতির করার কথা ছিল। কিন্তু তারিখের সমস‍্যার জন‍্য করতে পারেননি তিনি। তাই এবারে আর সুযোগ ছাড়েননি শ্রুতি। তিনি এও জানান, সম্পূর্ণ মেকআপটা করতে ১০-১১ ঘন্টা সময় লেগেছে আর শুট করতে লেগেছে ১ ঘন্টা।

কিন্তু পরিশ্রম ফল দিয়েছে। মা ভবতারিণী রূপী শ্রুতি ভাইরাল নেটমাধ‍্যমে। অভিনেত্রী বলেন, এমন অভিজ্ঞতা তাঁর এই প্রথম। তবে মুক্তির উপরে তাঁর ভরসা ছিল। তিনি জানতেন নিজের দক্ষতায় দারুন কিছু করে দেখাবেন মেকআপ শিল্পী।

Niranjana Nag

সম্পর্কিত খবর