বাংলা হান্ট ডেস্কঃ শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের অষ্টাদশ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়েলস। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভারে মাত্র 133 রান তোলে কেকেআর। জবাবে ব্যাট করতে নেমে 6 উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান রয়েলস।
*After watching shubman gill's Inning*
Sachin Tendulkar: pic.twitter.com/QBUjdluND0
— RahuLJr (@HuMannnnnnnnnn) April 24, 2021
এই ম্যাচ হারের মধ্যে দিয়ে পরপর চারটি ম্যাচে হেরে আইপিএলে পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান করল কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের এই ভরাডুবির অন্যতম কারণ কেকেআরের ব্যাটিং লাইনআপ। এবার আইপিএলে কেকেআর ব্যাটসম্যানরা সেভাবে জ্বলে উঠতে পারেনি। তবে সবচেয়ে বেশি হতাশ করেছে কেকেআরের তরুণ তুর্কি শুভমান গিল। শুভমান গিলকে নিয়ে অনেক বেশি আসা ছিল কেকেআর সমর্থকদের। তিনি আইপিএলে প্রথম পাঁচটি ম্যাচেই ব্যাট হাতে হতাশ করলেন সকলকে।
https://twitter.com/soubhagya_xd/status/1385983362402189312?s=20
KKR management: Yes, Shubman Gill will provide explosive start.
#KKRvsRR #RRvKKR pic.twitter.com/px0d63zObO— Naam Mein Kya Rakha Hai (@jeerank156777) April 24, 2021
শুধু ব্যাট হাতে রান পাননি এমনি নয় সেই সঙ্গে ক্রমাগত ধীর গতির ইনিংস খেলে দলকে বারেবারে চাপে ফেলে দিয়েছে শুভমান গিল। আর তারপরই গতকাল শুভমান গিলকে নিয়ে তুমুল ট্রোল টুইটারে। শুভমান গিলের সঙ্গে নাম জড়িয়ে যায় শচীন কন্যা সারা টেন্ডুলকারেরও। কারণ শুভমান গিলের সঙ্গে সারা টেন্ডুলকারেরও একটি সম্পর্কের কথা ইতিমধ্যে শোনা যাচ্ছে। সেই কারণে গিলের ব্যর্থতা নিয়ে ট্রোল হতে হচ্ছে সারাকেও। গতকাল ছিল কিংবদন্তি শচীন টেন্ডুলকারের জন্মদিন। আর হবু শশুরের জন্মদিনে গিলের এমন হতাশাজনক পারফরম্যান্স যেন আরও বেশি করে খেপিয়ে তুলেছে সমর্থকদের।