মহাকাশ জয় করে ঘরে ফিরলেন শুভাংশু শুক্লা, দেশের মাটিতে পা রেখেই শুরু ‘গগনযান মিশন’এর প্রস্তুতি

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: মহাকাশ জয় করে ঘরের ছেলে ফিরল ঘরে। লালকেল্লায় স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, শীঘ্রই দেশে ফিরবেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। সেই ঘোষণার এক দিনের মধ্যেই দেশে ফিরলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পদচিহ্ন রাখা প্রথম ভারতীয়, মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় নভোচর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)।

ভারতে ফিরলেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)

১৫ জুলাই প্রথম ভারতীয় মহাকাশচারী হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন-এর ১৮ দিনের মিশন শেষ করে পৃথিবীতে ফিরেছেন শুভাংশু। তবে সেই সময় ফিরেছিলেন আমেরিকায়। সেখান থেকেই রবিবার ভোরে দিল্লিতে নামলেন এই ইতিহাস সৃষ্টিকারী বায়ুসেনা আধিকারিক (Shubhanshu Shukla)। তার আগে ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা লিখে একটি পোস্টও করেন তিনি। পোস্টটির মাধ্যে ঘরে ফেরা নিয়ে অনুভূতির কথা ভাগ করে নেন শুভাংশু। তিনি লেখেন, ‘আমি ভারতে ফিরে আসছি।’

Shubhanshu shukla came to India after landing on earth

কী জানান শুভাংশু: ভারতে ফেরার বিমানে বসে লেখা সেই ইনস্টাগ্রাম পোস্টটিতে তিনি আরও লেখেন, ‘ভারতে ফেরার – বিমানে বসে আমার মনে একসঙ্গে অনেকগুলো অনুভূতি কাজ করছে। দুঃখ হচ্ছে যারা গত এক বছরে এই মিশনে আমার পরিবার ও বন্ধু ছিল, সেই অসাধারণ মানুষদের ছেড়ে আসতে। আবার একইসঙ্গে আমি প্রথমবার মিশনের পর দেশে ফিরে আমার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে দেখা করতে পারব বলে ভীষণ আনন্দও হচ্ছে। মনে হচ্ছে, এটাই আসলে জীবন, সবকিছু একসঙ্গে পাওয়া।’ পোস্টটির শেষে ‘স্বদেশ’ মুভির ‘ইউ হি চলা চল’ গানের লাইন তুলে ধরে লেখেন, ‘সব শেষে বলতে হয়, ইউ হি চলা চল রহি, জীবন গাড়ি হ্যায় সময় পাহিয়া।’

আরও পড়ুন : রবিবারের সন্ধ্যা হোক জম জমাট! সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ‘গার্লিক পরোটা’, রইল রেসিপি

পেলেন জমকালো আপ্যায়ন: মহাকাশ থেকে পৃথিবীতে ফিরেই তিনি (Shubhanshu Shukla) জানিয়েছিলেন, অ্যাক্সিওম-৪ মিশনের অংশ হিসেবে তাঁর এই মহাকাশযাত্রা শুধু তাঁর ব্যক্তিগত জীবনের বড় সাফল্য নয়, ভারতেরও সাফল্য। এই মিশনের জন্য তিনি গত এক বছরে নাসা, অ্যাক্সিওম এবং স্পেসএক্স-এর বিভিন্ন কেন্দ্রে কঠোর প্রশিক্ষণ নিয়েছেন। মিশনের সাফল্যের পর গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষের ভালোবাসা পেয়ে আপ্লুত হয়েছেন তিনি (Shubhanshu Shukla)। রবিবার বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তাঁর পরিবার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত সহ আরও বহু মানুষ। জাতীয় পতাকা হাতে উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষও। তাঁদের এমন অভ্যর্থনা পেয়ে আবেগঘন হয়ে পড়েন শুভাংশু।

আরও পড়ুন : রবি সন্ধ্যার পর থেকেই বদলে যাবে খেল, গুমোট কাটিয়ে ফের দুর্যোগের সম্ভাবনা আগামী ৩ দিন!

জানা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ সোমবারই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন শুভাংশু। ভারত বর্তমানে ‘গগনযান মিশন’-এর প্রস্তুতি নিচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে মূলত সেই নিয়েই আলোচনা করবেন। উল্লেখ্য, ২০২৭ সালে ইসরো নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে মানুষ পাঠানোর চিন্তাভাবনা করছে। আর তারই অঙ্গ হিসাবে ‘অ্যাক্সিওম-৪ মিশন’-এ অংশ নিয়েছিলেন ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন শুভাংশু শুক্লা ।