সমস্ত উৎকণ্ঠার অবসান! নিরাপদে পৃথিবীতে প্রত্যাবর্তন শুভাংশুদের, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

Published on:

Published on:

Shubhanshu Shukla returns to Earth safely.

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে সমস্ত উৎকণ্ঠের অবসান ঘটিয়ে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) সহ অ্যাক্সিওম-৪ মিশনের আরও ৩ জন মহাকাশচারী নিরাপদে পৃথিবীতে পৌঁছেছেন। ইতিমধ্যেই তাঁদের নিয়ে আসা ড্রাগন মহাকাশযান ক্যালিফোর্নিয়ার সমুদ্রে অবতরণ করেছে।

নিরাপদে পৃথিবীতে প্রত্যাবর্তন শুভাংশুদের (Shubhanshu Shukla):

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত মঙ্গলবার বিকেল ৪ টা বেজে ৪৫ মিনিট নাগাদ শুভাংশুদের (Shubhanshu Shukla) মহাকাশযান ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে “আনডকিং” প্রক্রিয়া সম্পন্ন করে। মোট ২২.৫ ঘন্টার সফর শেষে অবশেষে পৃথিবীতে প্রত্যাবর্তন করলেন ওই চার মহাকাশচারী।

শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী: ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভাংশু শুক্লার (Shubhanshu Shukla) এই বিরাট কৃতিত্বের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী ইনস্টাগ্রামে একটি পোস্টে জানিয়েছেন, “ঐতিহাসিক অভিযান থেকে ফিরে আসার জন্য আমি সমগ্র দেশবাসীর সঙ্গে শুভাংশু শুক্লাকে অভিনন্দন জানাই।তিনিই প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন। তিনি তাঁর নিষ্ঠা এবং সাহস দিয়ে অসংখ্য স্বপ্ন পূরণ করেছেন। এর মাধ্যমে, আমরা গগনযানের দিকে আরও একটি দুর্দান্ত পদক্ষেপ নিয়েছি।”

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, গত ২৫ জুন অ্যাক্সিওম মিশন ৪ শুরু হয়েছিল। সেই সময়ে ড্রাগন মহাকাশযানটি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটে করে উৎক্ষেপণ করা হয়। যেটি গত ২৬ জুন ISS-এর সাথে সংযুক্ত হয় এবং ক্রু-রা সেখানে প্রায় ১৮ দিন কাটিয়েছিলেন। এদিকে, শুভাংশুর নিরাপদে প্রত্যাবর্তনের লক্ষ্যে তাঁর পরিবার লখনউ থেকে প্রার্থনায় নিযুক্ত ছিলেন। অবশেষে সমস্ত উৎকণ্ঠের অবসান ঘটল।

আরও পড়ুন: সৌরভ গাঙ্গুলিকে মাথায় রেখেই লর্ডস টেস্টে জিতেছে ইংল্যান্ড! রাখঢাক না রেখে কী জানালেন বেন স্টোকস?

এই মিশনে চারজন মহাকাশচারী অংশগ্রহণ করেন। তাঁরা হলেন:
পেগি হুইটসন (কমান্ডার): নাসার প্রাক্তন মহাকাশচারী
শুভাংশু শুক্লা (পাইলট): ইসরো-র মহাকাশচারী
স্লাওস উজনানস্কি-উইজনিউস্কি: পোল্যান্ডের ESA প্রোজেক্টের মহাকাশচারী
টিবোর কাপুস: হাঙ্গেরির HUNOR প্রোগ্রামের মহাকাশচারী