বাংলা হান্ট ডেস্ক: শুভাংশুরা (Shubhanshu Shukla) মহাকাশে কাটিয়ে ফেলেছেন দু’ সপ্তাহ।আপাতত তাঁরা রয়েছেন পৃথিবীপৃষ্ঠ থেকে ৪০৩ কিলোমিটার উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS)। সেখানে বসে তাঁরা দেখেছেন প্রতিদিন ১৬ বার সূর্যোদয়। মোট দু’ সপ্তাহে দেখেছেন ২৩০ বার সূর্যোদয়। এমনি বিবৃতি জারি করেছে অ্যাক্সিয়ম স্পেসের তরফ থেকে।
প্রতিদিন দেখেছেন ১৬ বার সূর্যোদয়, মহাকাশে আর কী দেখলেন শুভাংশুরা (Shubhanshu Shukla)
শুভাংশু-সহ চার নভশ্চর ঘুরে ফেলেছেন ১০০ লক্ষ কিলোমিটারের বেশি পথ। দেখেছেন প্রতিদিন ১৬ বার সূর্যোদয়। আর এই অভিজ্ঞতা নিঃসন্দেহে বিরল। উল্লেখ্য, শুভাংশু শুক্লা ছাড়াও এই বিশেষ মিশনের বাকি সদস্যরা হলেন প্রখ্যাত মহাকাশচারী পেগি হুইটসন, স্লাভোস উজনানস্কি-ভিসনিয়েভস্কি, এবং তিবোর কাপু। বর্তমানে তাঁরা মহাকাশে নিজেদের শেষ ‘অফ-ডিউটি’ দিনটি কাটাচ্ছেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। এমনকি নাসার (NASA) এই অভিযানের গ্ৰুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা।
সূত্রের খবর, দিনে ১৬ বার করে সূর্য ওঠে মহাকাশ স্টেশনে। কারণ, প্রতি ৯০ মিনিটে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS)। মোট ১৬ বার দিনে প্রদক্ষিণ হয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশচারীরা লন্ডনের গ্রিনিচের সময় অনুযায়ী সময়ের হিসাব রাখেন। অ্যাক্সিয়ম স্পেসের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘পৃথিবী থেকে ২৫০ মাইল উপরে বসে আমাদের ক্রু সদস্যেরা পৃথিবীর ছবি এবং ভিডিও তুলছেন। প্রিয়জনদের সঙ্গে কথাও বলছেন। এমনকি তাঁরা ২৩০ বার পৃথিবীর চারপাশে ঘুরে ফেলেছেন। পাড়ি দিয়েছেন প্রায় ১০০ লক্ষ কিলোমিটার পথ।’’
উল্লেখ্য, অ্যাক্সিয়ম-৪ অভিযানের পরিকল্পনা ছিল মহাকাশে ৬০টিরও বেশি পরীক্ষা নিরীক্ষা করার। যার মধ্যে রয়েছে বায়োমেডিক্যাল সায়েন্স, অ্যাডভান্সড মেটেরিয়াল্স, নিউরোসায়েন্স, চাষবাস এবং মহাকাশ প্রযুক্তির মতো বিষয়গুলি।যার মধ্যে অধিকাংশ পরীক্ষা নিরীক্ষাই সফল হয়েছে ইতিমধ্যে। অ্যাক্সিয়ম কর্তৃপক্ষের দাবি, এগুলি আগামী দিনে মহাকাশ গবেষণার নতুন দিগন্ত খুলে দিতে পারে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘প্রতিটি টেস্ট টিউব, ডেটা পয়েন্ট এবং পর্যবেক্ষণ পৃথিবীর নিচু কক্ষপথে (লোয়ার আর্থ অরবিট) বসবাসের ক্ষেত্রে আমাদের এক ধাপ করে এগিয়ে দিচ্ছে।’’
আরও পড়ুন: বাজারে অমিল ইলিশ, এই মাছেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে কলকাতাবাসী
প্রসঙ্গত, গত ২৫ জুন স্পেসএক্সের ‘ড্রাগন’ মহাকাশযানে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) উদ্দেশে পাড়ি দিয়েছিলেন শুভাংশু-সহ চার নভশ্চর। এমনকি প্রথম ভারতীয় হিসেবে শুভাংশুই প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছেন।