জামাইষষ্ঠীতে নিমন্ত্রণ না পেয়েই কি সচিনের দলের বিরুদ্ধে ক্ষেপে গিয়েছিলেন শুভমান? উঠছে প্রশ্ন  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর এক সময় বলেছিলেন যে শুভমান গিলকে ছেড়ে দেওয়ার জন্য তার মনে কোন আফসোস নেই। আজ আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারের পর তাকে একই প্রশ্ন করা হলে তিনি কি একই উত্তর দেবেন? সম্ভবত তিনি সেই একই আত্মবিশ্বাস আর দেখাতে পারবেন না। কারণ আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও একই রকম দাপুটে ব্যাটিং করে নিজের আইপিএল কেরিয়ারের তৃতীয় শতরান তুলে নিলেন শুভমান গিল (Shubman Gill)। পীযূষ চাওলাদের বিরুদ্ধে তিনি যেভাবে কপিবুক ক্রিকেট খেলেই তাদের হেনস্থা করেছেন সেটা দীর্ঘদিন মনে থাকবে ক্রিকেটপ্রেমীদের।

আজ মাত্র ৫০ বলে নিজেদের শতরান সম্পূর্ণ করেছেন শুভমান গিল। এর আগে অর্ধশতরান সম্পূর্ণ করেছিলেন মাত্র ৩২ বলে। তিনি আজ ক্যামেরন গ্রিন ও বেহেরনডর্ফের সুইং, পীযুষ চাওলার স্পিন, মাধোয়াল ও জর্ডানের ভেরিয়েশন, সবকিছুর বিরুদ্ধেই অত্যন্ত স্বাচ্ছন্দ্য ছিলেন। মেরেছেন সাতটি চার এবং দশটি ছক্কা। ৬০ বলে ১২৯ রান করার পরেও এখন তিনি আউট হন তখন তার মুখে ছিল আফসোসের চিহ্ন। তিনি যখন আউট হয়ে স্টেডিয়াম ছাড়ছেন তখন গোটা স্টেডিয়ামে উপস্থিত সমস্ত মানুষ নিজেদের প্রিয় দল কোনটা সেটা ভুলে নিরপেক্ষভাবে হাততালি দিয়ে তাকে সম্মান জানান।

গিলের এই শতরান দেখে ভারতের প্রাক্তন সমস্ত তারকারা খুশি, ব্যতিক্রম শুধু মাত্র সচিন টেন্ডুলকার। তার ছেলের দলের বিরুদ্ধে এই অসাধারণ পারফরম্যান্স করেছেন তার উত্তরসূরী বলে আখ্যা পাওয়া তরুণ ওপেনার। তার ব্যাটিং দেখে মুগ্ধ যদিও বা হন সচিব কিন্তু খুশি খুব একটা হতে পারবেন না। সকলেই জানেন যে সচিন দীর্ঘদিন আগে আইপিএল ছাড়লেও এখনও তিনি মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে কতটা সিরিয়াস।

কিছুদিন আগেই যখন আরসিবির বিরুদ্ধে শুভমান গিল শতরান করেছিলেন এবং গুজরাটের জয় নিশ্চিত করে মুম্বাইকে প্লে-অফে যোগ্যতা অর্জন করতে সাহায্য করেন। তখন অত্যন্ত খুশি হয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় অনেক নেটিজেন মজা করে দাবি করছেন যে মুম্বাই ইন্ডিয়ান্সের উপকার করার পরেও সচিনের কাছ থেকে জামাইষষ্ঠীর নিমন্ত্রণ না পেয়েই তার দলের বিরুদ্ধে এমন ইনিংস খেলেছেন শুভমান। বহুদিন ধরেই সচিন টেন্ডুলকারের কন্যা সারা এবং শুভমন গিলের মধ্যে সম্পর্কের জল্পনা শোনা যায়। যদিও এটি যে ভ্রান্ত ধারণা, সেটা অনেকেই জানেন। যদিও সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা এই নিয়ে মজা করতে পছন্দ করেন। এই নিয়ে আজও কিছু ট্রোল পেজ ও নেটিজেন মজা করেছেন যার উদাহরণ তুলে ধরা হলো।

troll 2

troll 1

এর আগে অতীতে অবশ্য তার অসাধারণ ব্যাটিংয়ের জন্য গিলকে অনেকবার শুভেচ্ছা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। সোশ্যাল মিডিয়ায় তিনি যথেষ্ট সক্রিয় এবং যখনই কোন তরুণ ক্রিকেটার দুর্দান্ত পারফরম্যান্স করেন তখন তাকে শুভেচ্ছা জানিয়ে থাকেন তিনি।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর