বাংলা হান্ট নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন শুভমান গিল। পাঞ্জাবের তারকা ওপেনার সেদিন পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ওডিআই ফরম্যাটে দ্বিশতরান করেছেন। সেদিন পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে এমন কীর্তি গড়েছিলেন গিল। সেই সঙ্গে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ওডিআই ফরম্যাটে দ্বিশতরান করার রেকর্ড করেছিলেন তিনি।
এরপর দ্বিতীয় ওডিআই ম্যাচও জিতে নিয়ে সিরিজ পকেটে ভরে ফেলেছে ভারতীয় দল। রায়পুরে দ্বিতীয় ওডিআইতে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে মাত্র ১০৯ রানের মধ্যে আটকে ফেলেছিল তারা। মূলত রোহিত শর্মার অর্ধশতরানের ভর করে ভারতীয় দল ২৯ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়।
দ্বিতীয় ওডিআই ম্যাচে রোহিত শর্মা অর্ধশতরান করে আউট হয়ে গেলেও শুভমন গিল শেষ অবধি ক্রিজে থাকেন এবং ৪০ রান করে দলের জয় নিশ্চিত করেন। নিজের ছোট্ট ওডিআই কেরিয়ারে ইতিমধ্যেই একাধিক স্মরণীয় ইনিংস খেলে ফেলেছেন গিল। আপাতত তার ওডিআই কেরিয়ারের বয়স মাত্র ২০ ম্যাচ। তার মধ্যেই একটি অসাধারণ রেকর্ড নিজের নামে করে ফেলেছেন তিনি।
২০১৯ ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। সেই বিশ্বকাপের পর থেকে আজ অবধি যে কটি ওডিআই ম্যাচ খেলা হয়েছে, তার মধ্যে যে কয়েকজন ওপেনার অন্তত ৫০০ রান করেছেন, তাদের মধ্যে গিলের স্ট্রাইক রেট সবথেকে বেশি। বড় বড় তারকাকে পেছনে ফেলে দিয়েছেন তিনি। একসময় তার স্ট্রাইকফেট এর কারণেই সমালোচনা করে তাকে বলা হতো যে সীমিত ঘরের ক্রিকেটে তিনি সাফল্য পাবেন না। আসন্ন ওডিআই বিশ্বকাপের বছরে ভারতীয় দলকে অত্যন্ত বেশি ভরসা দিচ্ছেন তিনি। নিম্নলিখিত পরিসংখ্যান থেকেই বোঝা যাবে যে নিন্দুকদের কত বড় জবাব দিয়েছেন পাঞ্জাবের তারকা ওপেনার।
২০১৯ বিশ্বকাপের পর থেকে সর্বোচ্চ স্ট্রাইক রেট থাকা ওপেনারদের তালিকা:
● শুভমান গিল (১০৬.৮৮)
● জনি বেয়ারস্টো (১০৪.৩১)
● কুইন্টন ডি কক (১০০.৬৫)
● জেসন রয় (৯৮.৮৬)
● রোহিত শর্মা (৯৬.৯০)