বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ ভারতীয় দল (Indian Cricket Team) মাঠে নামবে বিশ্বকাপে (2023 ODI World Cup) নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে। আর সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী নিউজিল্যান্ড (India vs New Zealand)। সেই ম্যাচে নামার আগে রোহিত শর্মার ভারতের একজন ক্রিকেটার একটি বড় মাইলফলকের মুখে দাঁড়িয়ে রয়েছেন। তার নাম হলো শুভমান গিল (Shubman Gill)।
ডেঙ্গুর কারণে তিনি বিশ্বকাপে ভারতীয় দলের প্রথম দুটি ম্যাচে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি। পাকিস্তানের বিরুদ্ধে ভালো শুরু করেও নিজের উইকেটটা ঘুরিয়েছিলেন মাত্র ১৬ রানের ব্যক্তিগত স্কোরের মাথায়। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে তার ব্যাট কথা বলে উঠেছিল।
ঐদিন ৫২ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন শুভমান। কিন্তু ইনিংসটাকে বড় করতে পারেননি। তাহলে সেদিনই একটি বিশ্বরেকর্ড গড়ে ফেলতেন তিনি। আর সেই রেকর্ডটা হচ্ছে ওডিআই ফরম্যাটের দ্রুততম ক্রিকেটার হিসেবে ২০০০ রান করার রেকর্ড।
তবে বাংলাদেশ ম্যাচে না হলেও নিউজিল্যান্ড ম্যাচে সেই রেকর্ড ছোয়ার সুযোগ থাকছে শুভমান গিলের সামনে। এই কাজটি করার জন্য তার প্রয়োজন আর মাত্র ১৪ রান। তাহলেই ভারতের তরুণ তারকা ওপেনের নিজের নামটা ইতিহাসের পাতায় তুলে ফেলতে পারবেন।
আরও পড়ুন: রোহিতদের জন্য সুখবর! ভারতের সবচেয়ে বড় শত্রু বিশ্বকাপের অর্ধেক পথেই ছিটকে গেল লড়াই থেকে
এই মুহূর্তে ওডিআই ফরম্যাটে দ্রুততম ২০০০ রান সম্পূর্ণ করার রেকর্ডটি রয়েছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ওপেনার হাসিম আমলার নামের পাশে। ৪০ ইনিংস খেলে ওই কাজ করেছিলেন আমলা। শুভমান গিল আপাতত ৩৭ ইনিংস খেলে ১৯৮৬ রান করেছেন।