মন খারাপ বিরাট কোহলির! আর মাত্র ২ দিন, তারপরেই ভাঙবে বিশ্বকাপে গড়া তার সাধের রেকর্ড

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ থেকে আরম্ভ হয়ে গিয়েছে ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) লড়াই। প্রথম ম্যাচে গতবারের ফাইনালে দুই ফাইনালিস্ট ফের একবার মুখোমুখি হয়েছে। ভারতীয় দল (Indian Cricket Team) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে অক্টোবর মাসের ৮ তারিখে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (India vs Australia)। কিন্তু এই ম্যাচে একটা অভূতপূর্ব ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) কীর্তি ছুঁয়ে ফেলতে পারেন শুভমান গিল (Shubman Gill)।

এই মুহূর্তে ভারতীয় স্কোয়াডের বিশ্বকাপের জন্য সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হচ্ছেন কোহলি। নিজের কেরিয়ারে এই নিয়ে চতুর্থবার ওডিআই বিশ্বকাপের মঞ্চে মাঠে নামবেন তিনি। কেরিয়ারে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই তিনি এই লোভনীয় ট্রফিটি ছুঁয়ে দেখার সুযোগ পেয়ে গিয়েছিলেন। কিন্তু তারপর বিদেশের মাটিতে অর্থাৎ ২০১৫ বিশ্বকাপে এবং ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছিল তার দলকে।

ভারতীয় হিসেবে বিরাট কোহলির নামের পাশে একটি অসাধারণ রেকর্ড রয়েছে। সচিন টেন্ডুলকার, সৌরভ গঙ্গোপাধ্যায়, কপিল দেব বা মহেন্দ্র সিংহ ধোনির মতো কোনও তারকাই এই কীর্তি গড়তে পারেননি। একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে ওডিআই বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে শতরান করেছিলেন বিরাট কোহলি।

আরও পড়ুন: চলতি মাসে বিশ্বকাপ অভিযানে ভারতের সবচেয়ে বড় ভরসা কোহলি! সামনে এলো দুর্দান্ত পরিসংখ্যান

তবে তার এই রেকর্ডটি এইবার ছুঁয়ে ফেলতে পারেন প্রতিভাবান ভারতীয় ওপেনার শুভমান গিল। ভারতীয় স্কোয়াডের আরও অনেক ক্রিকেটারের মতো তিনিও এইবার প্রথম বিশ্বকাপ খেলতে নামছেন। আর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ের মাঠে যদি তিনি শতরান করতে পারেন তাহলে বিরাট কোহলির এই রেকর্ডটি তিনি ছুঁয়ে ফেলবেন।

gill kohli wc

আরও পড়ুন: অজিদের বিরুদ্ধে নামার আগে বড় রহস্য ফাঁস করলেন রোহিত! ভারতকে বিশ্বকাপ জেতাতে ছেড়ে দিয়েছেন সব

কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়োজিত তিন ম্যাচের ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে অসাধারণ শতরান করেছিলেন তিনি। তার সামনে এই বিশ্বকাপেই সুযোগ রয়েছে বাবর আজমকে টপকে আইসিসি ক্রমতালিকায় সেরা ওডিআই ব্যাটার হয়ে ওঠার। সেই সঙ্গে কপালের এই রেকর্ডটি ছুঁয়ে ইতিহাসের পাতায় অমর হয়ে যেতে পারেন তিনিও।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর