বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ডেঙ্গুর সংক্রমণের কারণে ভারতীয় দলের (Indian Cricket Team) হয়ে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান ম্যাচে নামতে পারেননি তারকা ওপেনার শুভমান গিল (Shubman Gill)। অজিদের বিরুদ্ধে তার অভাব ভালোই অনুভব করেছে ভারতীয় দল। আফগানিস্তানের বোলিং অবশ্য ভারতীয় ব্যাটিংকে কোনওরকম বিপদে ফেলতে পারেনি। কিন্তু বিশ্বকাপের (2023 ODI World Cup) মঞ্চে পাকিস্তানের বোলিং এত সহজে ভারতীয় টপ অর্ডারকে রেহাই দেবে না। তাই আহমেদাবাদে (Ahmedabad) পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) নামার আগে শুভমান গিলকে পাওয়া যাবে কিনা সেই নিয়ে একটা প্রশ্ন জোরালোভাবে উঠে আসছে সকলের মনে।
শুভমান গেল দুদিন আগেই চেন্নাইয়ের হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। ভারতীয় দল যখন আফগানিস্তানের বিরুদ্ধে রান তারা করছে তখন বিমানে করে পৌঁছে গিয়েছেন আহমেদাবাদে। তিনি নামতে পারবেন কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিন সকালে তার পরিস্থিতি বিচার করে।
তবে গোটা টুর্নামেন্টে ভারতীয় দলকে অনেক ম্যাচ খেলতে হবে। তাই সামান্য সন্দেহ থাকলেও তাকে মাঠে ফেরানোর ঝুঁকি নেবেন না রাহুল দ্রাবিড়। এশিয়া কাপে ঈশান কিষাণের ব্যাট পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেছিল বেশ ভালোভাবেই। আরও একটি ম্যাচে তার ওপর ভরসা রাখতে ভারতীয় দলের খুব অসুবিধা হবে না।
কিন্তু শুভমন গিল নিজে চান আহমেদাবাদে মাঠে ফিরতে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তার পরিসংখ্যান ঈর্ষণীয়। পাকিস্তানের বিরুদ্ধে তিনি মাঠে ফিরলে ভারতীয় দল বাড়তি আত্মবিশ্বাস নিয়ে ম্যাচ খেলতে নামবে। পাকিস্তানের ওপরেও চাপ বাড়বে তার মাঠে ফেরার কারণে।
আরও পড়ুন: সচিন, কোহলির ক্লাবে প্রবেশ করলেন রোহিত! বিশ্বক্রিকেটের শীর্ষে ৩ ভারতীয়
আইসিসি ওডিআই ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থানে থাকা বাবর আজমের অত্যন্ত কাছাকাছি রয়েছেন শুভমান গিল। এই মুহূর্তে সেরা ফর্মের ধারেকাছেও নেই পাক অধিনায়ক। নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কা দুই দেশের বিরুদ্ধেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি। কেবলমাত্র একটা ভালো ইনিংস শুভমানকে ক্রমতালিকার শীর্ষস্থানে নিয়ে যেতে পারে। ক্রিকেটপ্রেমীরা চাইবেন পাকিস্তান ম্যাচেই সেই মুহূর্তটা আসুক।