বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় T20 দলের সহ-অধিনায়ক শুভমান গিল চোট সারিয়ে টিম ইন্ডিয়ায় (Team India) ফিরেছেন। মূলত, চোটের কারণেই তিনি দলের বাইরে ছিলেন। এমতাবস্থায়, কটকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম T20-র আগে তিনি টিম ইন্ডিয়ায় যোগ দিয়েছেন। রবিবার রাত ৯ টায় শুভমান গিল ভুবনেশ্বরে পৌঁছেছেন। এদিকে, গিলের ভুবনেশ্বরে আগমন স্পষ্ট করে দেয় যে ৯ ডিসেম্বর প্রথম T20-তে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে।
প্রথম T20 ম্যাচের আগে টিম ইন্ডিয়ায় (Team India) যোগ দিলেন শুভমান গিল:
চোট সারিয়ে ফিরতে প্রস্তুত গিল: জানিয়ে রাখি যে, কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের সময় শুভমন গিল ঘাড়ে ব্যথা অনুভব করেন। যার ফলে তাঁকে দল থেকে সরে যেতে হয়। সেই চোটের কারণে গিল টেস্ট এবং ODI উভয় সিরিজ থেকেই ছিটকে পড়েন। এদিকে, তাঁকে T20 সিরিজের জন্যও নির্বাচিত করা হয়েছিল। যদিও, তাঁকে বলা হয়েছিল যে, তিনি যদি ফিট থাকেন তবেই কেবল খেলার জন্য উপলব্ধ হবেন।

ভারতীয় দলের জন্য আশার কথা হল, গিল BCCI-এর সেন্টার অফ এক্সিলেন্সে তাঁর ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি ফিটনেসের সমস্ত মানদণ্ড পূরণ করেছেন। বিশাখাপত্তনমে শেষ ODI ম্যাচের পর টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরও গিলের ফিটনেসের বিষয়টি নিশ্চিত করেছেন। গম্ভীর বলেন যে, শুভমান গিল ফিট আছেন। এই কারণেই তাঁকে নির্বাচিত করা হয়েছে। গম্ভীর আরও জানান, গিল কেবল খেলার জন্যই প্রস্তুত নন, রানের জন্যও ক্ষুধার্ত।
আরও পড়ুন: IPL ২০২৬-এ বেঙ্গালুরুতে হবে ম্যাচ? BCCI-এর আগে কী জানাল কর্ণাটক সরকার?
খেলোয়াড়রা বিশাখাপত্তনম থেকে একটি চার্টার্ড ফ্লাইটে ভুবনেশ্বরে পৌঁছেছেন: শুভমান গিল প্রথম T20-র আগে গত রবিবার রাত ৯ টায় ভুবনেশ্বরে পৌঁছেছেন। টিম ইন্ডিয়ার আরও একাধিক খেলোয়াড় ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছেন। রবিবার সকালে ODI দলের অংশ থাকা T20 খেলোয়াড়রাও বিশাখাপত্তনম থেকে একটি চার্টার্ড ফ্লাইটে ভুবনেশ্বরে পৌঁছেছেন।
আরও পড়ুন: আকাশপথেও ধীরে ধীরে প্রভাব বিস্তার! এবার আদানি গ্রুপ যা করল… জানলে হবেন ‘থ’
হার্দিক পাণ্ডিয়া ক্লোজ ডোর প্র্যাকটিস করেন: জানা গেছে যে হার্দিক পাণ্ডিয়া ভুবনেশ্বরে আসা প্রথম ভারতীয় খেলোয়াড়দের মধ্যে ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রবিবার সন্ধ্যায় কটকের বারাবাতি স্টেডিয়ামেও তিনি অনুশীলন করেছিলেন। উল্লেখযোগ্য বিষয় হল, পাণ্ডিয়া ক্লোজ ডোর প্র্যাকটিস করেছিলেন বলে জানা গিয়েছে।











