কপিল দেব, রোহিত শর্মার ক্লাবে প্রবেশ করেছেন শুভমান গিল! গড়েছেন এই অনন্য কীর্তি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের দাপুটে পারফরম‍্যান্সের পর গত বুধবার ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদের মাটিতে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নেমেছিল। সেই ম্যাচে ভারতের ঘাম ছুটিয়ে দিয়েছিলেন কিউয়ি অলরাউন্ডার মিচেল ব্রেসওয়েল। কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় দল ১২ রানের ব্যবধানে ম্যাচটি জিতে নিয়েছিল।

ওই ম্যাচে ভারতের হয়ে অসাধারণ পারফরম‍্যান্স করেছিলেন দুজন। প্রথমজন হলেন নিজের ঘরের মাটিতে প্রথম ওডিআই ম্যাচ খেলতে নামা মহম্মদ সিরাজ। দ্বিতীয় জন হলেন পাঞ্জাবের তরুণ ওপেনার শুভমান গিল। কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে তিনি ওডিআই ফরম্যাটে দ্বিশতরান করার রেকর্ড গড়েছেন।

এছাড়াও সেদিন শুভমান গিল প্রায় একা কুম্ভ হয়ে ভারতকে বড় স্কোর অবধি পৌঁছে দিয়েছিলেন। আর কোনও ভারতীয় ব্যাটার সেদিন ব্যাট হাতে সফল হননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ফরম্যাট এর সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করার রেকর্ড গড়েছেন গিল। ভেঙে দিয়েছেন সচিনের ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে করা ১৮৬ রানের রেকর্ড।

gill 3rd 100

তবে সেদিন আরও একটি বিশেষ তালিকায় নিজের নাম উঠিয়ে ফেলেছেন গিল। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কোনও এক ইনিংসে দলের রানের মধ্যে সর্বোচ্চ শতাংশ যোগদানের হিসাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি। সেদিন গোটা দলের রানের ৫৯.৬০ শতাংশ রান করেছেন তিনি।

ভারতীয়দের মধ্যে এই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন কপিল দেব। ১৯৮৩ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে তার ১৭৫ রানের ইনিংসটি ছিল দলের গোটা রানের ৬৫.৭৮ শতাংশ। আর পরেই রয়েছে রোহিত শর্মার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে করা ২৬৪ রানের ইনিংসটি। সেটি ছিল গোটা দলের ৬৫.৩৪ শতাংশ। তারপরেই রয়েছে শুভমান গিলের এই দ্বিশতরানের ইনিংসটি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর