টিমবাসেই গেরুয়া রঙ মেখে ভুত কোহলি, রোহিত, গিলরা! ভারতীয় ক্রিকেটারদের নৃত্যের ভিডিও এখন ভাইরাল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ দোলযাত্রা। পশ্চিমবঙ্গ তো বটেই, গোটা ভারতও রঙের উৎসবের আনন্দ উপভোগ করছে। সিনেমা জগৎ থেকে শুরু করে খেলার মাঠের মানুষরা, প্রত্যেকেই এই বিশেষ এবং রঙিন উৎসবের দিনটি প্রিয়জনদের সঙ্গে নানান রঙে রঙিন হয়ে কাটিয়েছেন। একইরকম ভাবে ভারতীয় ক্রিকেট দলের (Team India) তারকারাও হোলির আনন্দে মশগুল হয়ে উঠেছিলেন আজ। ৯ তারিখ থেকে অতি গুরুত্বপূর্ণ এবং কঠিন ম্যাচ অপেক্ষা করছে তাদের জন্য। কিন্তু আজকের দিনটা সেই চাপ মাথা থেকে বার করে দিলেন বিরাট কোহলিরা (Virat Kohli)।

ভারতীয় দলের রঙ খেলার একটি মুহূর্তের ভিডিও নিচের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন ভারতের তরুণ ওপেনার শুভমান গিল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি এবং বিরাট কোহলি পুরো মুখে আবির মেখে রয়েছেন। কয়েক সেকেন্ডের সেই ভিডিওতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকেও দেখা গিয়েছে পেছন থেকে বিরাট কোহলি ও গিলের মাথায় নীল আবির ছুঁড়তে।

holi team india

গিলের শেয়ার করা সেই ভিডিওটি ইনস্টাগ্রামে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ব্যাকগ্রাউন্ডে অমিতাভ বচ্চনের সিনেমার বিখ্যাত গান ‘রঙ বরসে’-র সঙ্গে তাল মিলিয়ে আনন্দ করতে দেখা গিয়েছে গিলদের। নিজেদের টিম বাসেই আবির খেলার আনন্দ উপভোগ করছিলেন ভারতীয় ক্রিকেটাররা। তবে ভিডিওটি যে অবস্থায় শুরু হয়েছে তা দেখে অনেকেরই ধারণা যে ক্রিকেটাররা অনুশীলনের সময় আবির খেলে তারপর টিমবাসে ফিরেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Ꮪhubman Gill (@shubmangill)

তবে এই ভিডিওটি দেখে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে দর্শকদের মধ্যে থেকে। কেউ কেউ মন্তব্য করেছেন যে এখনও ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিশ্চিত নয়। তাই ক্রিকেটারদের এখন সস্তার আনন্দে গা না ভাসিয়ে পরশুদিন থেকে শুরু হতে চলা টেস্ট নিয়ে বেশি মনোযোগী থাকা উচিত।

ভারত সিরিজের প্রথম দুটি টেস্টে অর্থাৎ নাগপুর এবং দিল্লিতে দাপট দেখিয়ে জয় পেয়েছিল। যদিও নির্দিষ্ট কয়েকজন ছাড়া ভারতের ব্যাটিং বারবার চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছে অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে। ইন্দোর টেস্টে ন্যাথন লিয়নের সামনে মুখ থুবড়ে পড়েছিল ভারতের ব্যাটাররা। আহমেদাবাদ টেস্টে যাতে সেই ভুল না হয় তেমনটা খেয়াল রাখতে চাইবে ভারত।

Reetabrata Deb

সম্পর্কিত খবর