বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সোমবার বহুল প্রতীক্ষিত এশিয়া কাপ (2023 Asia Cup) স্কোয়াড ঘোষণা দেওয়া হয়। অজিত আগারকারের (Ajit Agarkar) নেতৃত্বাধীন নতুন নির্বাচক কমিটি এশিয়া কাপের ১৬ তম আসরে অংশ নিতে চলা ভারতীয় দলের (Indian Cricket Team) জন্য ১৭ সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছে। এশিয়া কাপ চলতি মাসের শেষ দিক থেকে আরম্ভ হবে। টুর্নামেন্টে ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২রা সেপ্টেম্বর, পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan)।
ভুল স্কোয়াড:
আজ স্কোয়াড ঘোষণার সময় একটি গন্ডগোল হয়েছিল বিসিসিআইয়ের তরফ থেকে। আজ, ২১শে আগস্ট, ভারতীয় সময় দুপুর ১.৩০-এ স্কোয়াড ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু তার চার মিনিট আগেই স্কোয়াডটি প্রকাশ্যে চলে আসে।প্রাথমিকভাবে তারা যে স্কোয়াড ঘোষণা করেছিল, সেখানে দেখা যায় শুভমান গিল নেই।
সঠিক স্কোয়াড:
এর ঠিক ৮ মিনিট পরে ফের বদলে যায় চিত্রটা। আরেকবার এই স্কোয়াড ঘোষণা করা হয় দুপুর ১.৩৪ নাগাদ। সেখানে ফের দেখা যায় শুভমান গিলও এশিয়া কাপের অংশ। জানানো হয়েছে যে প্রাথমিক স্কোয়াডটি ভুল করে ঘোষণা করা হয়েছিল এবং সঞ্জু স্যামসন ব্যাক আপ উইকেটরক্ষক হিসাবে এশিয়া কাপের সফরে যাচ্ছেন।
আরও পড়ুন: “দলের জন্য আমি আর কোহলি….!’ এশিয়া কাপে বাড়তি দায়িত্ব পালনের কথা দিলেন অধিনায়ক রোহিত
শুভমানকে সর্তক করা হলো?
অনেকেই মনে করছেন বিসিসিআই প্রাথমিকভাবে যে স্কোয়াড ঘোষণা করেছিল তা অনিচ্ছাকৃত ভুল ছিল না। ওই কাজের মাধ্যমে বর্তমানে চূড়ান্ত খারাপ ফর্মে থাকা শুভমান গিলকে একটি বার্তা দিয়ে রাখলো নির্বাচকরা। এশিয়া কাপেও যদি তিনি ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হন, তাহলে হয়তো বিশ্বকাপের দল নিয়ে বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বিসিসিআই।
আরও পড়ুন: এশিয়া কাপে ভারতকে টেক্কা দিতে অগ্নিপরীক্ষা! জলন্ত অগ্নিকুণ্ডের ওপর দিয়ে হাঁটলেন বাংলাদেশের ক্রিকেটার
এশিয়া কাপের ভারতীয় স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ