দিদিকে ব্যবহার করে সারার মন জেতার চেষ্টায় শুভমান! ‘খেলায় মন দাও’, পরামর্শ নেটিজেনদের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) তারকা ক্রিকেটার শুভমান গিল (Shubman Gill) এবং সচিন টেন্ডুলকারের (Sachin Tendulkar) কন্যা সারা টেন্ডুলকারের (Sara Tendulkar) মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে, এমন জল্পনা নতুন কিছু নয়। বহুদিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যম তাদের সম্পর্কের বিভিন্ন দিকগুলি তুলে ধরার চেষ্টা করে। কিন্তু দুজনের মধ্যে কেউই কখনো এই বিষয় নিয়ে মন্তব্য করেননি। তবে তার জন্য এই নিয়ে জল্পনা কমে যায়নি।

শুভমান গিলের এক নিজের দিদি রয়েছে, যার নাম শাহনীল গিল। তিনি প্রচার আলো এসেছিলেন তখন যখন বিরাট কোহলি ভক্তরা সম্পূর্ণ বিনা কারণে সোশ্যাল মিডিয়ায় তাকে তীব্র আক্রমণ করেছিল। শুভমানের শতরানের উপর ভর করে বিরাট কোহলির আরসিবি আইপিএলের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়। ফলস্বরূপ যখন সোশ্যাল মিডিয়ায় নিজের ভাইয়ের প্রশংসা করেন শাহনীল, তখন ঘৃণ্য কোহলি ভক্তরা আক্রমণ করেছে তাকে।

এবার তিনি নতুন করে আলোচনার শিরোনামে এসেছেন। কিছুদিন আগে কেনিয়া ভ্রমণে গিয়েছিলেন সচিন টেন্ডুলকারের কন্যা। এরপর নিজের ভ্রমণ এলে নানা ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন সারা। সেই পোস্টে লাইক করেছিলেন শাহনীল। ব্যাপারটা নজরে করতেই জল্পনা শুরু হয় নেটিজেনদের মধ্যে। তবে কি দিদিকে ব্যবহার করে নিজের প্রেয়সির মন পাওয়ার চেষ্টায় রয়েছেন শুভমান?

এই প্রশ্নের সরাসরি কোনও উত্তর পাওয়ার সম্ভাবনা নেই। এছাড়া শাহনীল নিজে সোশ্যাল মিডিয়াতে রিঙ্কু সিং-এর সঙ্গে সম্পর্কে জড়ানোর চেষ্টা করছেন এমন জল্পনা ও কিছুদিন আগে শোনা গিয়েছিল। কেকেআর তারকা যখন মালদ্বীপে ছুটি কাটাচ্ছিলেন তখন তার কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে কমেন্ট করেছিলেন শুভমানের দিদি। সেই থেকে সকলের মনে আশংকার মেঘ দেখা দিয়েছিল যে দুজনে হয়তো খুব শীঘ্রই সম্পর্কে জড়াবেন।

তবে আপাতত শুভমান গিলের প্রেম জীবন ছাড়াও তার ব্যাট হাতে পারফরম্যান্স নিয়ে বেশি চিন্তায় নেটিজেনরা। ধারাবাহিকভাবে তিনি ভারতীয় দলের জার্সিতে ব্যর্থ হচ্ছেন। বিশেষ করে আহমেদাবাদ টেস্ট বাদ দিলে শেষ কিছু টেস্টে তিনি রান করতে ব্যর্থ হচ্ছেন। এমনকি দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে তিনি ব্যর্থ। ওডিআই বিশ্বকাপের আগে ব্যাপারটা চিন্তা বাড়াচ্ছে ভারতীয় সমর্থকদের।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর