সময় এসে গেছে তৃতীয় বৃহত্তর সংগ্রাম করার : শুভপ্রসন্ন

বাংলা হান্ট ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে যেভাবে গোটা রাজ্য জুড়ে ক্ষোভের সঞ্চার হয়েছে তাতে ক্রমশই দফায় দফায় উত্তপ্ত হচ্ছে মুর্শিদাবাদ থেকে উলুবেড়িয়া আবার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উত্তর চব্বিশ পরগনা এবং মেদিনীপুর। তবে ক্ষোভের আগুন যে ভাবে ক্রমশই অগ্নিগর্ভ হচ্ছে তাতে কিন্তু চিন্তিত রাজ্যের বিশিষ্ট জনেরা তাই শনিবার কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকের মাধ্যমে সকলকে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদের বার্তা দিলেন শুভাপ্রসন্ন।

রাজ্যবাসীকে হিংসাত্মক আইন প্রণয়নের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলতে আহ্বান জানিয়েছেন শুভাপ্রসন্ন। কখনও পাল্টা দিয়ে নয় বরং প্রতিবাদের ভাষা হতে হবে অন্য এমনটাই বলেছেন তিনি। সাংবাদিকদের ট্রেন অবরোধ এবং বিক্ষোভের প্রশ্নের উত্তরে তিনি রাজনৈতিক খেলাকেই বড় করে দেখেছেন।Shuvaprasanna 20171993943138

তার মধ্যে কোনও রাজনৈতিক দল ধ্বংস করে দিতে চাইছে বলেও অভিযোগ তোলেন তিনি, এমনকি মানুষের মন ঘোরানোর চেষ্টা চলছে যদিও মুখ্যমন্ত্রী সকলকে অনুরোধ করেছেন যাতে আইনের পথে আন্দোলনে হাঁটা যায় এমনটাও জানালেন শুভাপ্রসন্ন। এমনকি বর্তমানে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তৃতীয় সংগ্রাম আসতে পারে বলেও আশঙ্কা করেছেন এই বর্ষীয়ান বিশিষ্ট ব্যক্তি।

অন্যদিকে রাজ্যপাল প্রসঙ্গে জবাব দিতে গিয়ে রীতিমতো কটাক্ষ করেছেন শুভাপ্রসন্ন। রাজ্যপালের এই নিয়ে কোনও ভূমিকা নেই বলে দাবি তুলেছেন তিনি পাশাপাশি তিনি প্রচারের আলোয় আসতে বিভিন্ন জায়গায় গিয়ে ছোটখাটো প্রচার চালাচ্ছেন এমনটাও বলেন শুভাপ্রসন্ন, রাজ্যপালের তকমা নিয়ে তাঁদের কিছুতেই যায় আসে ন, পাশাপাশি রাজভবনকে মিউজিয়াম বানানোর জন্য ইচ্ছাও প্রকাশ করেছেন শুভা প্রসন্ন।

সম্পর্কিত খবর