বাংলাহান্ট ডেস্কঃ আবার বাংলার রাজনীতিতে পড়ল করোনার কোপ, আক্রান্ত হলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার দুপুরে শুভেন্দুবাবুর অ্যান্টিজেন টেস্ট করা হলে তাঁর করোনা পজেটিভ রিপোর্ট আসে। তবে এখন অবধি তাঁর শরীরে করোনা ভাইরাসের বিশেষ কোন উপসর্গ দেখা যায়নি।
পরিবহন মন্ত্রী কোলাঘাটের একটি সরকারি গেস্ট হাউসে তিনি আইসোলেশনে ছিলেন। তবে চিকিতসকদের পরামর্শে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুধুমাত্র শুভেন্দু অধিকারীই নন, তাঁর বৃদ্ধা মা গায়েত্রী অধিকারীর করোনা রিপোর্টও পজেটিভ এসেছে। কিছুদিন আগেই গায়েত্রী দেবীর অস্ত্রোপচারের কারণে তাকে কোন রকম ঝুঁকি না নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ির অন্যদের মধ্যে করোনা উপসর্গ না পাওয়ায়, তারা বর্তমানে আইসোলেশনেই রয়েছেন। একই সঙ্গে পরিবারের দুজন করোনা আক্রান্ত হওয়ায় আশঙ্কায় রয়েছে গোটা পরিবার।
ফিরহাদ হাকিমের কুমন্তব্যে তোলপাড় রাজ্য! কুণাল বললেন ‘ওই বিপ অংশ…’