বিচ্ছেদের কারণ তৃতীয় ব‍্যক্তি? সিদ্ধার্থ-কিয়ারার নতুন সোশ‍্যাল মিডিয়া পোস্ট ঘিরে জল্পনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শীত, গ্রীষ্ম হোক বা বর্ষা বলিউডে সবসময়ই বিচ্ছেদের মরশুম। সাম্প্রতিক কালে খুব কম তারকার প্রেমই বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়াতে দেখা যাচ্ছে। বেশিরভাগই মাঝপথে ছাড়াছাড়ি। তালিকায় নতুন সংযোজন সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra) আর কিয়ারা আডবানী (Kiara Advani)। সদ‍্য সদ‍্যই নাকি পথ আলাদা হয়ে গিয়েছে দুজনের।

মিষ্টি এই জুটির ফ‍্যান ফলোয়িং ছিল দেখার মতো। সকলে এক রকম ধরেই নিয়েছিল যে সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন বিয়ের সানাই বাজবে সিদ্ধার্থ কিয়ারার বাড়িতেও। কিন্তু অনুরাগীদের সে স্বপ্ন স্বপ্ন হয়েই থেকে গেল। বাস্তব হওয়ার হয়তো আর কোনো সম্ভাবনাই নেই। এও শোনা যাচ্ছে, সম্ভবত কোনো তৃতীয় ব‍্যক্তির জন‍্যই আলাদা হয়ে গিয়েছেন তাঁরা।


বিচ্ছেদের তীব্র গুঞ্জনের মাঝেই হঠাৎ করেই সিদ্ধার্থ ও কিয়ারার নতুন পোস্টদুটি ভাইরাল হয়েছে। তুরস্কে শুটিংয়ের ফাঁকে তোলা একটি ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘সূর্যের আলো ছাড়া একটা দিন যেন অন্ধকার রাতের মতো।’ অন‍্যদিকে ভালবাসা আর আনন্দ ছড়ানোর বার্তা দিয়েছেন কিয়ারাও। দুজনের এই আলাদা আলাদা ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে নেটিজেনদের দাবি, এখন থেকেই একে অপরকে মিস করছেন সিদ্ধার্থ কিয়ারা।

https://www.instagram.com/p/CcsWkg2qOw9/?igshid=YmMyMTA2M2Y=

ইন্ডাস্ট্রির সবথেকে হট জুটিগুলির মধ‍্যে অন‍্যতম ছিলেন সিদ্ধার্থ কিয়ারা। দুজনকে একসঙ্গে মানাতও বেশ‌। হ‍্যাঁ, এটা ঠিক যে সম্পর্কের কথাটা কখনো স্বীকার করেননি তাঁরা। তেমনি অস্বীকারও কিন্তু করেননি। তাই আশায় বুক বাঁধছিলেন অনুরাগীরা। রণবীর আলিয়া জুটির মতো সিদ্ধার্থ কিয়ারার বিয়ে দেখার জন‍্য অপেক্ষা করছিলেন ভক্তরা। কিন্তু বিধি বাম!

https://www.instagram.com/p/CcqZ9F5vl_B/?igshid=YmMyMTA2M2Y=

সম্পর্কের খবর তেমন ভাবে কোনোদিনও স্বীকার না করলেও বিয়ে নিয়ে একবার মুখ খুলেছিলেন সিদ্ধার্থ। বিয়ের পরিকল্পনা নিয়ে সিদ্ধার্থকে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেছিলেন, “আমি জানি না। আমি তো জ‍্যোতিষী নই। যখনি হোক না কেন আমি ঠিক জানিয়ে দেব।” তবে সিদ্ধার্থ এও বলেছিলেন, তাঁদের কোনো তাড়া নেই। এমন নয় যে তাড়াতাড়ি করতে হবে বা দেরি করে করবেন। তিনি শুধু চান সবকিছু যেন ঠিকঠাক হয়।

সম্পর্কিত খবর

X