বাংলাহান্ট ডেস্ক: গত দু বছরে বিনোদন জগত যে সমস্ত প্রিয় সদস্যদের হারিয়েছে, তাদের মধ্যে একজন সিদ্ধার্থ শুক্লা (Siddharth Shukla)। তিনি হয়তো তথাকথিত বড়পর্দার তারকা ছিলেন না, কিন্তু তাঁর জনপ্রিয়তা যে কতটা ছিল তা বোঝা গিয়েছিল মানুষটা চিরতরে চলে যাওয়ার পর। গত বছর সেপ্টেম্বরে প্রয়াত হন সিদ্ধার্থ। গতকাল ছিল সিদ্ধার্থ অভিনীত ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’র (Humpty Sharma Ki Dulhania) অষ্টম বর্ষপূর্তি। আর এদিনই নেটিজেনদের একটা বড় অংশ চটল আলিয়া ভাটের (Alia Bhatt) উপরে।
২০১৪ সালের ১১ জুলাই মুক্তি পেয়েছিল ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’। শশাঙ্ক খৈতান পরিচালিত ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন বরুন ধাওয়ান এবং আলিয়া। সিদ্ধার্থের চরিত্রটি ছোট হলেও বেশ গুরুত্বপূর্ণ ছিল। ছবিটি ভাল ব্যবসাও করেছিল। কিন্তু সিদ্ধার্থের মৃত্যুর পর সহ অভিনেতাকে নূন্যতম শ্রদ্ধাটুকুও দেখাননি আলিয়া।
একগুচ্ছ টুইটে অভিনেত্রীর বিরুদ্ধে বিরক্তি প্রকাশ করেছেন জনৈক নেটনাগরিক। তাঁর অভিযোগ, একবার ছবিটির বর্ষপূর্তিতে সিদ্ধার্থকে ট্যাগ করতেই ভুলে গিয়েছিলেন পরিচালক। আলিয়া তো গত সেপ্টেম্বরেও কোনো মন্তব্য করেননি আর তারপরেও না।
সোশ্যাল মিডিয়ায় তো দূর, ব্যক্তিগত ভাবেও শ্রদ্ধা জানানোর প্রয়োজন মনে করেননি আলিয়া। কিন্তু একই ছবিতে কাজ করে বরুন কিন্তু ঠিকই সম্মান জানিয়েছিলেন সিদ্ধার্থকে। সহ অভিনেতাদের তো এটুকু সম্মান প্রাপ্য। ওই নেটনাগরিক আরো জানিয়েছেন, তাঁর আলিয়াকে ওইদিনের পর থেকেই আর পছন্দ নয়। হাম্পটি শর্মা কি দুলহনিয়া তিনি দেখতে গিয়েওছিলেন শুধু সিদ্ধার্থের জন্য।
https://twitter.com/evelinijaz/status/1546537243812167682?t=sAnc_0E5XhaUrH8x7V3Xow&s=19
সিড অনুরাগীরা অনেকে সহমত পোষণ করেছেন তাঁর মন্তব্যের সঙ্গে। আবার কেউ কেউ লিখেছেন, যে যাওয়ার সে তো চলেই গিয়েছে। এখন নেতিবাচকতা ছড়িয়ে কোনো লাভ নেই। কেউ শ্রদ্ধা জানালো কি জানালো না তাতে সিদ্ধার্থ ভক্তদের কিছুই যাবে আসবে না বলেও মন্তব্য করেছেন কয়েকজন।