বাংলা হান্ট নিউজ ডেস্ক: সাম্প্রতিক সময়ে ক্রিকেট বিশ্বে ভারতীয় ফাস্ট বোলারদের দাপট আমরা প্রত্যেকেই নিজের চোখে দেখতে পাচ্ছি। বর্তমানে ভারতীয় ফাস্ট বোলাররা ভারতের মাটিতেই খেলুক বা বিদেশে, এই বোলারদের মোকাবেলা করা যেকোনো দলের জন্যই পক্ষেই খুব কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। তরুণ পেসাররাও দলে প্রতিনিয়ত সুযোগ পাচ্ছেন। কিন্তু ২০১৮ সালে, ভারতীয় দলের হয়ে খেলা এক ফাস্ট বোলার দলে সুযোগ না পাওয়ায় এবার নির্বাচকদের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন।
বিরাট কোহলির নেতৃত্বে ২০০৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতা ফাস্ট বোলার সিদ্ধার্থ কউল ভারতীয় দলে আর সুযোগ না পাওয়ার জন্য আক্ষেপ প্রকাশ করেছেন। সিদ্ধার্থ কউল ভারতের হয়ে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। টি-টোয়েন্টিতে চার উইকেট নিলেও ওয়ান ডে-তে কোনো উইকেট পাননি তিনি। কিন্তু এরপর আর দলে সুযোগ পাননি সিদ্ধার্থ। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে, তিনি বলেছিলেন যে ঘরোয়া ক্রিকেটের খুব বেশি কভারেজ না হওয়ার কারণে তার পারফরম্যান্স উপেক্ষা করা হয়েছিল। যার কারণে দলে সুযোগ পাননি তিনি।
সিদ্ধার্থ কউল আরও বলেছেন, “দেশীয় ক্রিকেটও নির্বাচনের মাপকাঠি হওয়া উচিত কারণ কিছু খেলোয়াড় যারা আইপিএল খেলে না তারাও ভাল পারফর্ম করে। তারা কোনো সফরে ভারতীয় দলের অংশ হতে পারে না। আমি এখন কোয়ারেন্টাইনে আছি, না হলে রঞ্জি ট্রফি খেলতাম। আপনি যদি গত বছর আমার ট্র্যাক রেকর্ড দেখেন, আমি পাঁচটি ম্যাচ খেলে ২৮ উইকেট নিয়েছিলাম। এর মধ্যে তিনটি ইনিংসে পাঁচ উইকেট এবং একটি হ্যাটট্রিকও। টার্নিং ট্র্যাকে, পেসার হিসাবে আমি দুবার পাঁচ উইকেট নিয়েছিলাম।
সিদ্ধার্থ কৌলকে ২০২২ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের শিবিরে দেখা যাবে। সিদ্ধার্থ এর আগে ৭ বছর ধরে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের অংশ ছিলেন এবং দিল্লির দলের হয়েও একটি মরশুম খেলেছেন। সিদ্ধার্থ ৫৪টি আইপিএল ম্যাচ খেলেছেন। যেখানে তিনি প্রায় ৯ ছুঁইছুঁই ইকোনমিতে ৫৮ টি উইকেট নিয়েছেন। এছাড়া ৬৪ টি প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ২৩৭ টি উইকেট নিয়েছেন।