না ফেরার দেশে চলে গেলেন সিদ্ধার্থ শুক্লা, শোকের ছায়া পুরো বলিউডে

বাংলাহান্ট ডেস্ক: বৃহস্পতিবার সকাল সকালই চাঞ্চল‍্যকর খবর বলিউডে। প্রয়াত হলেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী তথা জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা (siddharth shukla)। বৃহস্পতিবার মুম্বইয়ের কুপার হাসপাতালের এক আধিকারিক প্রথম এ খবর ফাঁস করেন। মাত্র ৪০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করলেন সিদ্ধার্থ।

যা জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয় সিদ্ধার্থের। হৃদযন্ত্রের ক্রিয়া আচমকা বন্ধ হয়েই মৃত‍্যুমুখে ঢলে পড়েন অভিনেতা। বাড়িতে তাঁর মা এবং দুই বোন রয়েছে। আচমকা এই দুঃসংবাদে হতবাক হয়ে গিয়েছে গোটা ইন্ডাস্ট্রি। খবর এখনো মানতে পারছেন না সিদ্ধার্থের অনুরাগীরা।

Siddharth Shukla
অতি সম্প্রতি বিগ বস OTT র ঘরে হাজির হয়েছিলেন সিদ্ধার্থ। প্রেমিকা শেহনাজ গিল কে নিয়ে ডান্স দিওয়ানে ৩ তেও অংশ নিয়েছিলেন তিনি। তিনি নিজে বিগ বস সিজন ১৩ র প্রতিযোগী ছিলেন। গোটা সিজন মাতিয়ে রেখে বিজেতাও হন সিদ্ধার্থ। বিগ বসের ঘরেই শেহনাজের সঙ্গে তাঁর রসায়ন এবং প্রেমের গুঞ্জন নজর কেড়েছিল নেটদুনিয়ার।

কয়েকটি ছবিতেও অভিনয় করেছেন সিদ্ধার্থ। তার মধ‍্যে উল্লেখযোগ‍্য হাম্পটি শর্মা কে দুলহনিয়া। শেষবার একতা কাপুরের ব্রোকেন বাট বিউটিফুল ৩ তে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়াও বালিকা বধূ, দিল সে দিল তক এর মতো সিরিয়ালে দেখা গিয়েছিল সিদ্ধার্থ শুক্লাকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর