চতুর্থ টেস্টে হতে চলেছে বিরল রেকর্ড, কোহলি-বুমরাহ আর রোহিত গড়তে পারেন নতুন ইতিহাস

বাংলা হান্ট ডেস্কঃ আজ বিকেল থেকেই চতুর্থ টেস্টের জন্য লড়াইয়ে মাঠে নামতে চলেছে ভারতীয় দল। লিডসে জঘন্য ব্যাটিং ধ্বসের পর ওভালে ভারতের সামনে আজ সুযোগ ঘুরে দাঁড়ানোর। দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে ইংল্যান্ড সিরিজ শুরু করেছিল ভারত। কিন্তু সেই আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়ে ফের একবার কামব্যাক করেছে ইংল্যান্ড। সিরিজের ফলাফল এখন ১-১। তাই দু’দলের কাছেই এখন সুযোগ রয়েছে এই টেস্ট জিতে সিরিজে ফের একবার লিড নেওয়ার। ২০০৭ সালের পর কার্যত ১৪ বছরের বনবাস চলছে ভারতীয় দলের। কারন এখনও পর্যন্ত এরপর ইংল্যান্ডে সিরিজ জিতে সিংহাসন দখল করতে পারেনি ভারত। এবার সুবর্ণ সুযোগ রয়েছে বিরাট বাহিনীর কাছে। শুধু তাই নয় এই টেস্টে বিরল রেকর্ড গড়ার সুযোগও রয়েছে তিন ভারতীয় খেলোয়াড়ের কাছে। আসুন দেখে নেওয়া যাক কি সেই রেকর্ডঃ

বিরাট কোহলিঃ

ভারতকে এই টেস্ট জিততে হলে অধিনায়ক বিরাটের পারফরম্যান্স যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এ নিয়ে কোন সন্দেহ নেই। তবে নিজের কেরিয়ারেও বিরাট কোহলি রয়েছেন এক অনন্য রেকর্ডের সামনে। এই টেস্টে মাত্র ১ রান সংগ্রহ করলে আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রান পূর্ণ করবেন তিনি। এখনও পর্যন্ত সারাবিশ্বে মাত্র ৬ জন ব্যাটসম্যান রয়েছেন যাদের নামে রয়েছে এই রেকর্ড। এদের মধ্যে মাত্র দুজন ভারতীয়। তাই বিরাটের কাছে সুযোগ থাকছে তৃতীয় ভারতীয় হিসেবে রেকর্ড বুকে নাম তোলার।

রোহিত শর্মাঃ

একদিকে যেমন আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের খুব কাছাকাছি রয়েছেন অধিনায়ক কোহলি, তেমনি অন্যদিকে ১৫ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি, টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট মিলিয়ে এই মুহূর্তে রোহিতের সংগ্রহ ১৪,৪৭৮ রান। অর্থাৎ আর মাত্র ২২ রান সংগ্রহ করতে পারলেই অষ্টম ভারতীয় খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব স্পর্শ করবেন তিনি। প্রসঙ্গত, ইংল্যান্ড সফরে যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন রোহিত। ইতিমধ্যেই দুটি হাফ সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে, তাই তার কাছে অবশ্যই বড় রান আশা করবে ভারত।

IMG 20210902 115109

জসপ্রীত বুমরাঃ

ভারতের স্টার জোরে বোলার হিসেবে ইতিমধ্যেই নিজের নাম ইতিহাসে তুলে ফেলেছেন বুমরা। ইংল্যান্ড সিরিজেও এখনও পর্যন্ত ১৪ টি উইকেট শিকার করে ফেলেছেন তিনি। যার মধ্যে নটিংহ্যাম টেস্টের দ্বিতীয় ইনিংসেই ৫ জন ইংরেজ মহারথীকে বধ করেছিলেন তিনি। এবার বুমরার সামনেও রয়েছে এক সুবর্ণ সুযোগ। ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটে ৯৭ টি উইকেট দখল করে ফেলেছেন তিনি। অর্থাৎ আর তিনটি উইকেট দখল করলেই ১০০ উইকেটে পৌঁছে যাবেন তিনি। একইসঙ্গে অতিক্রম করবেন কপিল দেবের রেকর্ডও। জোরে বোলার হিসেবে সবচেয়ে দ্রুত ২৫ টি টেস্টে ১০০ উইকেট দখল করেছিলেন কাপিল। বুমরা নামছেন তার ২৪ তম টেস্ট।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর