বাংলাদেশে যাওয়ার ভিসা পেলেন না সিদ্দিকুল্লা চৌধুরী, কারণ নিয়ে জোর জল্পনা চলেছে

বাংলা হান্ট ডেস্ক : ব্যক্তিগত কাজে 26 ডিসেম্বর অর্থাত্ বৃহস্পতিবার স্ত্রী রাজিয়া ও দেড় বছরের নাতনিকে নিয়ে বাংলাদেশে যাওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা জমিয়তে লেবার পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরীর। কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও বাংলাদেশে যাওয়ার ভিসা পেলেন না নারীর মধ্যেকার ও জনশিক্ষা প্রসার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এ প্রসঙ্গে বলতে গিয়ে সিদ্দিকুল্লা চৌধুরী জানিয়েছেন টানা তিন দিন ধরে তাঁর এক কর্মীকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখার পরেও দেশে যাওয়ার ভিসা দেওয়া হয়নি।

একই সঙ্গে তিনি জানান কেন তাঁকে ভিসা দেওয়া হল না সে বিষয়েও কোনও কিছু স্পষ্ট করে জানায়নি। ভিসা না পাওয়ার জন্য রাজনৈতিক কারণকে বড় করে দেখছেন তৃণমূলের এই মন্ত্রী। এমনকি বাংলাদেশের কর্তৃপক্ষকে ভুল বোঝানো হয়েছে বলেও দাবি করেছেন সিদ্দিকুল্লা চৌধুরী। বাংলাদেশ সফর নিয়ে মুখ খুলে তিনি জানিয়েছেন কোনও রাজনৈতিক কর্মসূচির নয়maxresdefault 47

ব্যক্তিগত কারণে সে দেশে যাওয়ার কথা ছিল তাঁর কিন্তু শেষ অবধি তা হল না। আসলে সিলেটের একটি মাদ্রাসায় প্রতিষ্ঠানের শতবার্ষিকী অনুষ্ঠানে অতিথি হিসেবে যাওয়ার কথা ছিল তার, পাশাপাশি ঢাকায় তাঁর এক আত্মীয়ের সঙ্গে দেখা করার কথা ছিল কিন্তু শেষ অবধি তা হল না।

তবে জমিয়তে উলেমা সংগঠনের সদস্যরা জানিয়েছেন যেহেতু বর্তমানে সংশোধিত নাগরিকত্ব আইন মাথা ছাড়া দিয়ে দাঁড়িয়েছে তাই ভারত ও বাংলাদেশ সম্পর্ক খারাপ হতে পারে এমনটা ভেবেই হয়তো সিদ্দিকুল্লা চৌধুরীকে বাংলাদেশে যাওয়ার ভিসা দেয়া হয়নি, পাশাপাশি কূটনৈতিক স্তরে কোনও সমস্যা হতে পারে এই আশঙ্কা থেকেই ভিসা দেওয়া হয়নি।

সম্পর্কিত খবর