অমিত শাহকে কলকাতা এয়ারপোর্ট থেকে বেরোতে দেব না, হুঁশিয়ারি সিদ্দিকুল্লা চৌধুরীর

বাংলা হান্ট ডেস্ক : দেশ জুড়ে এখন একটাই ঝড় আর তা হল নাগরিকত্ব সংশোধনী আইন, রাজ্যসভা এবং লোকসভায় ব্যাপক বিরোধিতার পর পাশ হয়ে গিয়েছে বিল তার পর রাষ্ট্রপতির অনুমোদন পেয়ে তা আইনে পরিণত হয়েছে। যদিও এই আইনের মধ্য দিয়ে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে এবং শরণার্থীদের খুঁজে খুঁজে বার করা হবে কিন্তু তা সত্ত্বেও প্রতিবাদে সরব হয়েছে দেশের মুসলিম সম্প্রদায়। অথচ বার বার কেন্দ্রের তরফে করা হয়েছে এই আইনের মাধ্যমে বা এই আইনের প্রভাব কোনও ভাবেই ভারতের মুসলিমদের ওপর পরবে না।

কিন্তু তা সত্ত্বেও কোনও ভাবেই প্রতিবাদের ঝড় থামছে না, বিশেষ করে পশ্চিমবঙ্গের, অন্যান্য রাজ্যে যদিও আস্তে আস্তে পরিস্থিতি সামলানো গেছে কিন্তু পশ্চিমবঙ্গে এখনও অবধি নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের ঝড় অব্যাহত। তাই এ বার নাগরিকত্ব বিল নিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুঁশিয়ারি দিলেন জমিয়ত উলেমা এ হিন্দ এর নেতা তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।maulana 1 1280x720 1

   

নাগরিকত্ব সংশোধনী আইনকে মানবতাবিরোধী ও নাগরিক বিরোধী বলে তকমা দিয়ে এই আইনকে যদি না তুলে নেওয়া হয় তা হলে অমিত শাহকে এয়ারপোর্ট থেকেই বেরোতে দেওয়া হবে না এমনটাই হুঁশিয়ারি দেন তিনি। যদি এখানেই থেমে থাকেননি অমিত শাহ এলেই এক লক্ষ লোক নিয়ে সেখানেই তাঁরা চলে যাবেন বলেও জানান। পাশাপাশি তিনি আরও বলেন কোনো হিংসাত্মক প্রতিবাদ নয় তবে নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসির প্রতিবাদ তারা আজীবন ধরে করে যাবেন।

তিনি আরও বলেন মানুষকে ছোট করে এবং ঘৃণা করে বিভেদের রাজনীতি করা হচ্ছে।অন্যদিকে প্রধানমন্ত্রীর  মোদী রামলীলা ময়দান থেকে রবিবার এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিরোধীদের নিশানা করে প্রশ্ন করেন এনআরসি কংগ্রেসের সময় পাস হলেও কখন কেন প্রতিবাদ করা হয়নি? পাশাপাশি তিনি আরও জানান শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হচ্ছে তাই মুসলিমদের এখান থেকে কোনও ভাবেই বাদ দেওয়া হচ্ছে না।

সম্পর্কিত খবর