পুজোয় ঘুরতে যাওয়ার নতুন চমক! খুলছে ডোকলাম ও চো লা, রণভূমি দর্শনের সুযোগ

Published on:

Published on:

Sikkim border travel opportunities during Puja Doklam and Cho La routes opening

বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র ১৭ দিন বাকি পুজো আসতে। ইতিমধ্যে সকলে ঘুরতে যাওয়ার প্ল্যান রেডি করে ফেলেছেন। এবার পুজোয় পাঁচ দিনের জন্য যদি সিকিম (Sikkim) ঘুরতে চান তাহলে আপনাদের জন্য সুখবর রয়েছে। পুজোর আগে পর্যটকদের কথা মাথায় রেখে খুলতে চলেছে লাচুং। এবারে পূজো উত্তসকিম ঘুরতে গেলে জিরো পয়েন্ট ও ইয়ামথাং ভ্যালি ঘুরতে যেতে পারবেন। শুধু মাথায় রাখবেন দুপুর ২টোর মধ্যে টুং সেতু পার করতে হবে।

পুজোয় সীমান্ত ভ্রমণের সুযোগ, খুলছে ডোকলাম ও চো লা পথ (Sikkim)

পুজোয় ঘুরতে যাবেন ভাবছেন? কিন্তু কোথায় যাবেন তা ঠিক করতে পারছেন না। তাহলে সিকিম (Sikkim) ঘুরে আসতেই পারেন আপনি। এটি একদম আদর্শ জায়গা পুজোর সময় ঘুরতে যাওয়ার। তার ওপর এই বছর পুজোর সময় আপনি যদি উত্তর-সিকিম ঘুরতে যান তাহলে আপনি যেতে পারবেন লাচুং। তবে লাচেন আপাতত বন্ধ রয়েছে পর্যটকদের জন্য।

কিন্তু আরও একটি সুখবর রয়েছে। লাচেন বন্ধ থাকলেও আরও দুটি নতুন পর্যটক কেন্দ্র পর্যটকদের কথা মাথায় রেখে খুলে দিচ্ছে সিকিম সরকার। সেগুলো হল চো লা ও ডোকলাম। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে এই জায়গাগুলি যাওয়ার পারমিট দেওয়া শুরু হবে। এইখানে প্রতিদিন ২৫-৩০ টি গাড়ির পারমিট দেওয়া হবে।

Sikkim border travel opportunities during Puja Doklam and Cho La routes opening

আরও পড়ুন: উৎসবের মরশুমে ইলিশ কেনাকাটায় নজর রাখুন, বিশ্বসেরা স্বাদ মিলবে এই ৪ বাজারে

ডোকলাম: এবার পূজো উত্তর সিকিম ঘুরতে গেলে যেতে পারেন ডোকলাম। ভূপৃষ্ঠ থেকে ১৩,৮৮০ ফুট উচ্চতায় অবস্থিত এই মালভূমি। এতে মূলত গ্যাংটক থেকে ৬৮ কিলোমিটার দূরে অবস্থিত। এতে মূলত ভারত, ভুটান ও চীনের মাঝখানে পড়ে। তাই এই অঞ্চলটিকে ‘ত্রি জংশন’ বলা হয়। এখানে ঘুরতে গেলে আপনি যেমন বিশ্রামাগার পাবেন। তেমনি ক্যাফেটেরিয়া ও গাড়ি রাখার জায়গা আছে।

চো লা: ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৭৭৮০ ফুট উপরে অবস্থিত চো লা। এটি প্যাঙ্গোলাখা যাতে উদ্যানের মধ্যে অবস্থিত। আপনি পূর্ব সিকিম (Sikkim) বাসের রোড বেড়াতে গেলে এই জায়গাটি একবার ঘুরে যেতে পারেন। তবে অত্যাধিক উচ্চতা ও আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য একটু সময় লাগবে। তাই নাথাং এ এক রাত কাটিয়ে এখানে আসতেই পারেন। এখানে আসলে এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনার মন ভালো করবেই।