সিকিম ভ্রমণ পরিকল্পনা করছেন? পুজোর পর এই জায়গাগুলো অন্তত একবার ঘুরে আসুন

Published on:

Published on:

Sikkim planning a trip to visit these places at least once after Puja

বাংলা হান্ট ডেস্ক: পুজো চলেই এসেছে। ইতিমধ্যে বহু মানুষ ঘুরতে যেতে চলে গেছেন। এবার পুজোর সময় আপনি যদি ঘুরতে না যায়। তবে আপনি পুজোর পর সিকিম (Sikkim) যাবেন। ইতিমধ্যে টিকিট কেটে ফেলেছেন। তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। আপনি যদি সিকিম ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন, তাহলে অবশ্যই এই জায়গা গুলোতে একবার হলেও ঘুরে আসবেন।

পুজোর পর সিকিম ভ্রমণে এই স্পটগুলো ঘুরতে ভুলবেন না (Sikkim)

পুজোর পরে সিকিম (Sikkim) যাবেন বলে প্লান করেছেন। কারণ সিকিম বাঙালির অন্যতম পছন্দের জায়গা। হিমালয়ের কোলে এই ছোট্ট রাজ্য বেড়াতে যাওয়া জন্য প্রথম পছন্দে অনেকের থাকে। তবে এবার পুজোর পর যদি আপনিও সিকিম (Sikkim) ঘুরতে যান, তাহলে এই জায়গা গুলো অবশ্যই ঘুরে আসবেন। এমনকি যারা স্পিরিচুয়াল ট্যুরিজম করতে ভালোবাসেন তাদের জন্য অন্যতম জায়গা এগুসো। এখানে রয়েছে একাধিক মনাস্ট্রি। এছাড়াও এখানে আপনি জঙ্গলের ভিতরে ক্যাম্পিং, ট্রেকিং, মাউন্টেন বাইকিং,  এর মতো একাধিক অ্যাডভেঞ্চার স্পোর্টসেরও স্বাদ নিতে পারবেন।

Sikkim planning a trip to visit these places at least once after Puja

আরও পড়ুন: সুস্বাদু আর হেলদি ব্রেকফাস্ট একেবারে হাতের মুঠোয়! সময় লাগবে মাত্র ৫ মিনিট, জানুন রেসিপি

ইয়ুমথাং: উত্তর সিকিমের লাচুং থেকে ঘুরে আসতে পারেন ইয়ুমথাং। ইয়ুমথাং থেকে ঘুরে নিতে পারেন জিরো পয়েন্ট। চাইলে এখানে আপনি ২ দিন কাটাতে পারেন। এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনার মন ভালো করতে বাধ্য।

তারেভির: দক্ষিণ সিকিমের অন্যতম সুন্দর গ্ৰাম তারেভির। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উঁচুতে অবস্থিত এটি। যদিও এই গ্রামটি এখনো পর্যন্ত সেই ভাবে জনপ্রিয়তা পায়নি।তবে শহরের কোলাহল থেকে মুক্তি পেতে আপনি এখানে যেতেই পারেন।

গুরুদোংমার: উত্তর সিকিমের (Sikkim) অন্যতম পর্যাটন কেন্দ্র গুরুদোংমার। এখানে শীতকালে অনেক সময় বরফের রাস্তা ঢাকা পড়ে যায়। যার ফলে এই লেকে যাওয়া মুশকিল হয়ে ওঠে। এই জায়গাটি ১৭ হাজার ৮০০ ফুট উঁচুতে অবস্থিত। পাশাপাশি এখানে যাওয়ার জন্য অনুমতির দরকার হয়।