নিঃশব্দেই কুমোরটুলিতে তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রীর আরও এক মূর্তি, দুর্গাপুজোতে দেখা যাবে আরও এক চমক

বাংলাহান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনে দারুণ সাফল্যের পর, দেশের প্রধানমন্ত্রীর আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধী নাম হিসেবে সর্বাধিকবার উঠে এসেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম। তবে বর্তমান সময়ে প্রধানমন্ত্রীর দৌড় নয়, আসন্ন দুর্গাপুজোতে এবার মুখ্যমন্ত্রীর আদলেই তৈরী হচ্ছে দেবী মায়ের মুখের গড়ন। ইতিমধ্যেই শিল্পী মিন্টু পালের ছোঁয়ায় বাগুইআটির নজরুল পার্ক উন্নয়ন সমিতির মন্ডপে এবার দেখা যেতে চলেছে মুখ্যমন্ত্রীর আদলে মা দুর্গার মূর্তি।

এখানেই শেষ হয়, এই বছর এই অভিনব চমক দিচ্ছে বাংলার আরও এক মন্ডপ। আনন্দপুরের পশ্চিম চৌবাগা রাধাকৃষ্ণ মহিলা সমিতির-মণ্ডপে দেখা যাবে ‘বাংলার মেয়ে’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে দুর্গা প্রতিমা। নিঃশব্দেই কুমোরটুলিতে এই দুর্গা প্রতিমা গড়ছেন শিল্পী সৌমেন পাল। রাজনীতির আঙিনা ছাড়িয়ে প্রতিটি বঙ্গবাসীর হৃদয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিমা যে কতোটা গেঁথে গিয়েছে, এবারের পুজো প্রস্তুতিতে ঠিক তারই প্রমাণ পাওয়া যাচ্ছে।

vcjhcbcb

বিধানসভা নির্বাচনেই বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছিলেন এবার ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। আর সেই চাওয়ার উপর ভিত্তি করেই বাংলার মসনদে আবারও ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন‍্যদিকে মা দুর্গার মর্তে আগমনও তো, ঘরের মেয়ের ঘরে ফেরার মতনই। তাই সেই আঙ্গিকেই মা দুর্গার মুখের আদল তৈরী করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের আদলেই। আর বাংলার মানুষের সেই চাহিদা পূরণে তুলির টানে ফুটিয়ে তুলেছেন মৃৎ শিল্পীরা।

একদিকে মুখ‍্যমন্ত্রীর ছবি রেখে তাঁর পাশেই মূর্তি তৈরীতে মগ্ন রয়েছেন শিল্পী সৌমেন পাল। তিনি জানিয়েছেন, ‘পুজো কমিটির থেকে বরাত পেলেও মুখ‍্যমন্ত্রীর মূর্তি বানানো তো কম চ‍্যালেঞ্জিং বিষয় নয়। মুখ্যমন্ত্রীর ইমেজ সরিয়ে, তাঁর মানুষের পাশে দাঁড়ানোর রূপটাই তুলে ধরা হচ্ছে। মা দুর্গার এই রূপে দুস্থ মানুষদের সাহায্য করতে দেখা যাবে মুখ্যমন্ত্রীকে।

vvcvjhdcvjhc

শিল্পী আরও জানান, ‘অন‍্যান‍্যবার এই সময়ে মূর্তি তৈরির যে চাপ থাকে, করোনা আবহে এবার সেই চাপটা নেই। তবে সেই দুঃখ কিছুটা হলেও কমেছে মুখ্যমন্ত্রীর মূর্তি নির্মাণের মধ্যে দিয়ে। আপাতত সমস্ত মনোযোগ সহকারে এই মূর্তি ফুটিয়ে তোলাই বড় কাজ’।

Smita Hari

সম্পর্কিত খবর