বাংলা হান্ট ডেস্কঃ সিলিকোসিস রোগীদের (Silicosis Patient) সাথে তার সঙ্গীরও লাগবে না বাসভাড়া। যুগান্তকারী রায় কলকাতা হাইকোর্টের (Calcata High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চের। ফুসফুসের দুরারোগ্য ব্যাধি এই সিলিকোসিস। যা রোগীর শরীরকে এতটাই দুর্বল করে দেয় যে একা পথে চলাটাই দায় হয়ে দাঁড়ায়। এবার এই জটিল রোগে আক্রান্তদের কথা মাথায় রেখে নজিরবিহীন রায় হাইকোর্টের।
হাসপাতাল, চিকিৎসা হোক কিংবা কাজে, এ বার রাজ্যের যে কোনও জায়গায় যেতে সিলিকোসিস আক্রান্তরা যাতে একজনকে সাহায্যের জন্য সঙ্গী নিতে পারেন সেই দিক বিবেচনা করল আদালত। তার জন্যে বাসে তারা যাতে বিনা ভাড়ায় এক জনকে সঙ্গে নিতে পারেন, সেই বিষয়ে রাজ্য সরকারকে হস্তক্ষেপ করার নির্দেশ প্রধান বিচারপতির।
বুধবার এই নিয়ে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য অধিকর্তার সভাপতিত্বে বৈঠকের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পরিবহণ ও শ্রম দপ্তরের কর্তারাও উপস্থিত থাকবেন। হাইকোর্ট সিলিকোসিসে আক্রান্তের সঙ্গীরও বাসভাড়া না নেওয়ার যে রায় দিয়েছে সেই নিয়ে রাজ্য সরকার নতুন নীতি আনতে চলেছে। স্বাস্থ্য ভবনের বৈঠকে এই বিষয়ে আলোচনা হবে।
তবে এক্ষেত্রে মূল অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে কীভাবে রোগীকে সনাক্ত করা হবে সেই বিষয়। কীসের মাপকাঠিতে কাউকে সিলিকোসিসে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হবে এই নিয়েও আলোচনা করা হবে বুধবারের বৈঠকে। আগেই পরিমার্জিত ‘সিলিকোসিস রিলিফ, রিহ্যাবিলিটেশন অ্যান্ড ট্রিটমেন্ট পলিসি— ওয়েস্ট বেঙ্গল’ অনুযায়ী, সিলিকোসিসে আক্রান্ত রোগীদের ‘সিলিকোসিস পেশেন্ট আইডেন্টিটি কার্ড’ দেওয়ার ঘোষণা করা হয়। গতবছরই প্রত্যেক আক্রান্তকে সেই পরিচয়পত্র দেওয়ার কথা ছিল রাজ্যের।
আরও পড়ুন: বিধানসভা উপনির্বাচনে বিরাট চমক! চার কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল BJP, কারা টিকিট পেলেন?
মামলার শুনানিতে হাইকোর্টে রাজ্য সরকার জানিয়েছে, এখনও পর্যন্ত ৭৬ জনকে ‘সিলিকোসিস পেশেন্ট আইডেন্টিটি কার্ড’ দেওয়া হয়েছে। তবে মামলাকারীদের দাবি, আক্রান্তের সংখ্যা বাস্তবে অনেক বেশি, তার নিরিখে সরকারি নথিতে সংখ্যাটা খুব কম। এই রোগের জেরে মৃত ব্যক্তিদের সকলের পরিবার ক্ষতিপূরণ পায়নি বলেও জানানো হয়। এই বিষয়ে মৃতদের আইনি উত্তরাধিকারীদের ক্ষতিপূরণ এবং ভুক্তভোগীদের সাহায্য ও পুনর্বাসনের গোটা প্রক্রিয়াটি সরকার নতুন ভাবে খতিয়ে দেখবে বলেও জানানো হয়েছে।