হারাতে বসা ঝুলনের ঐতিহ্যকে বজায় রাখতে অভিনব উদ্যোগ, তাক লাগালেন শিলিগুড়ির উজ্জ্বল বিশ্বাস

Published on:

Published on:

Siliguri s touch of the theme in Jhulane a new initiative to maintain the tradition of Ujjwal Biswas

বাংলা হান্ট ডেস্ক: বাতাসে পুজোর গন্ধ পাশাপাশি হালকা শীতের ছোঁয়া। তখনই শিলিগুড়ির (Siliguri) কলেজ পাড়ায় যেন রঙিন আলোয় ও ধর্মীয় ভিত্তিতে মোড়া এক স্বর্গীয় চত্বর রূপ নিয়েছে। আর একদিন পরেই ঝুলনযাত্রা। এই ঝুলন যাত্রা কে কেন্দ্র করে সেখানে শুরু হয়েছে এক উৎসব। আর এই আনন্দ ও সংস্কৃতির মাঝখানে এই উৎসবের ঐতিহ্যকে রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করছেন শিলিগুড়ি উজ্জ্বল বিশ্বাস।

থিমের ছোঁয়া ঝুলন উৎসবের; পুরনো ঐতিহ্যকে বজায় রাখতে নয়া উদ্যোগ কলেজ পাড়ার উজ্জ্বল বিশ্বাসের (Siliguri)

আবারও বছর ঘুরে আসতে চলেছে ঝুলন উৎসব। অপরদিকে শ্রাবণের পূর্ণিমা মানেই শিলিগুড়ির কলেজপাড়া যেন রঙিন এক সাংস্কৃতিক মিলনক্ষেত্র। এবার এই উৎসবকে কেন্দ্র করে শহরের হৃদস্পন্দন আরও বেড়ে উঠেছে। ঝুলনের বাঁচিয়ে রাখতে ও মানুষের মনে এই প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন শিলিগুড়ির (Siliguri) উজ্জ্বল বিশ্বাস।

সূত্রের খবর, এবারের উজ্জ্বল বিশ্বাসের বানানো ঝুলন যাত্রার থিমই নজর কেড়েছে সকলের। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়ে এক অভিনব পরিবেশনা তুলে ধরেছেন তিনি। একদিকে যেমন দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের -কলকাতার ইডেন গার্ডেন ও মায়াপুরের ইসকন মন্দির,, অন্যদিকে উত্তরবঙ্গের গ্রাম্য পরিবেশ , শিলিগুড়ির (Siliguri) বেঙ্গল সাফারি পার্ক, সেবক করোনেশন ব্রিজ,পাহাড় রয়েছে তার বানানো ঝুলনযাত্রায় সমানভাবে স্থান করে নেওয়া।

Siliguri s touch of the theme in Jhulane a new initiative to maintain the tradition of Ujjwal Biswas

আরও পড়ুন: ওজন কমাতে খালি পেটে চিয়া সিড বা পাতি লেবুর রস খান? কোনটি বেশি উপকারী? জানালেন পুষ্টিবিদ

উজ্জ্বল বিশ্বাস জানান, “ঝুলন যাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার লোকসংস্কৃতির প্রতিফলন। আমি চেয়েছি, এই উৎসবের মাধ্যমে সমস্ত বাংলার ঐতিহ্যকে এক ছাতার নিচে আনা হোক।” তাঁর এই প্রয়াসকে ঘিরে শিলিগুড়ির কলেজপাড়া এখন উৎসব মুখর। পাড়ার ছোট-বড় সকলেই দেখতে আসছে এই অসম্ভব সুন্দর ঝুলনযাত্রা।

ঝুলন দেখতে আসা স্থানীয় বাসিন্দা অরুন কুমার সরকার বলেন, “প্রতি বছরই উজ্জ্বলদার ভাবনায় একটা নতুনত্ব থাকে। কিন্তু এবার যেটা করেছেন, সেটা সত্যিই সুন্দর। তিনি আরও জানান এত সুন্দরভাবে উত্তরবঙ্গ (North Bengal) ও দক্ষিণবঙ্গের (South Bengal) সংস্কৃতি মেলাতে আমরা আগে দেখিনি। এছাড়াও শিলিগুড়ি শহরে ঝুলন যেভাবে হারাতে বসেছে সেখানে এই ঝুলনের ঐতিহ্যকে এখনো এভাবে বাঁচিয়ে রাখা সত্যিই প্রশংসনীয়।

শিলিগুড়ি থেকে ক্যামেরায় দেবাঞ্জন পালের সঙ্গে সুস্মি সেনগুপ্তের প্রতিবেদন।