পাহাড়ে যাচ্ছেন? সাবধান! বন্ধ হয়ে গেল রাস্তা, বড় বিপদ শিলিগুড়িতে

বাংলাহান্ট ডেস্ক : পাহাড়ে কয়েকদিন ধরে ক্রমাগত দুর্যোগ চলছে। অতিরিক্ত বৃষ্টির ফলে পাহাড়ের উপরের অংশ নরম হয়ে পাথর গড়িয়ে পড়ছে নিচে। ফলে ক্রমাগত রাস্তার পরিস্থিতি হয়ে উঠছে বিপদ সংকুল। বড় বিপদ এড়াতে তাই প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হল ১০ নম্বর জাতীয় সড়ক। শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পংগামী যানবাহনগুলিকে তাই অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

১০ নম্বর জাতীয় সড়কের লিখুভির নামে একটি জায়গায় আজ সকাল থেকেই পাথর গড়িয়ে পড়তে শুরু করে। লিখুভির জায়গাটি এমনিতেই ধসপ্রবণ। তাই যেকোনো সময় ঘটে যেতে পারে বড় বিপদ। বিপদের আশঙ্কা থেকে প্রশাসন এই রাস্তায় আজ সকাল থেকেই যানবাহন নিয়ন্ত্রণ করতে শুরু করে। এই জায়গায় নজর রাখছে কালিম্পং পুলিশ।

আরোও পড়ুন : ‘শুকিয়ে গেছে সব…,’ ৫৩ বছর বয়সে এসে তৃতীয়বার বিয়ে করে এ কী বললেন কাঞ্চন!

ঘুরপথে ডুয়ার্স হয়ে কালিম্পং ও সিকিমের গাড়িও চলাচল করছে। এই মুহূর্তে যে পর্যটকরা পাহাড়ে ঘুরতে গেছেন তাদের পড়তে হচ্ছে সমস্যায়। পথে লাগছে অতিরিক্ত সময়। কালিম্পং এবং সিকিম থেকে শিলিগুড়িমুখী যান ২৭ মাইল-সামথার রুটে যাতায়াত করছে। গত মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের পাহাড়ি ও সমতল এলাকায় শুরু হয় বৃষ্টিপাত। আগামী ২৩ তারিখ পর্যন্ত রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

65fbe2aa60f92 nh 10 cloesd 213257160 16x9

এই ক’দিনের বৃষ্টিতেই বিস্তীর্ণ এলাকার যান চলাচল ব্যাহত হয়েছে। এমনিতেই ধসপ্রবণ এলাকা লিকুভির। বৃষ্টিতে তাই ফের একবার ধস নামায় চিন্তায় প্রশাসন। পূর্ত দফতরের পদস্থ কর্তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে গেছেন। আর মাত্র কিছুদিন পর দোল। সেই সময় পাহাড়ে পর্যটকদের চাপ বাড়বে। প্রশাসনের আশা তার আগেই পরিস্থিতি স্বাভাবিক হবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর