মাসের শুরুতেই হুড়মুড়িয়ে পতন স্বর্ণবাজারে, বেশখানিকটা কমল সোনার দাম

বাংলাহান্ট ডেস্কঃ ফেব্রুয়ারী মাসের প্রথম দিনেই নিম্নগামী সোনার দাম (gold price)। জানুয়ারি মাসে বহুবার সোনার দামের উত্থান পতনের পর এবার ফেব্রুয়ারী মাসের শুরুর দিনই হুড়মুড়িয়ে কমল সোনার দাম। সোনার সঙ্গে পাল্লা দিয়েছিল রূপোও। গোটা মাস ধরে রূপোরও দামের গ্রাফও বেশ ওঠানামা করেছে।

বিয়েতে উপহার স্বরূপ, বা নিজের জন্য- কিনে রাখুন আপনার পছন্দের সেরা গহনাটা। সোমবার বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত দামের এই ভারী পতন লক্ষ্য করা গেল।

fkfbkjnkjfhuie

সোনার দাম
আজকের দিনে কলকাতায় গহনা সোনার দাম (today’s gold price) অর্থাৎ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম কমে দাঁড়িয়েছে- ৪৮০০০ টাকা এবং ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৮০০ টাকা।

দিল্লীতে এই গহনা সোনার আজকের দিনে ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৮১৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৮১৫ টাকা।

উল্টোদিকে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম কলকাতায় দাঁড়িয়েছে ৫০৭০০ টাকা এবং ১ গ্রামের দাম ৫০৭০ টাকা।

gold shopping 1

দিল্লীতে রয়েছে ১০ গ্রামের দাম ৫২২৭০ টাকা এবং ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৫২২৭ টাকা।

সোনার দামের রেট চার্ট দেখলে দেখা যায় কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায় আজকের দিনে দাম রয়েছে সবথেকে কম। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৫৫০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫৫০ টাকা।

Bracelet 01

রূপোর দাম
সোনার দামের পতন ঘটলেও আজকে কিন্তু রূপোর দাম (today’s silver price) বৃদ্ধি পেয়েছে। ১ গ্রামের দাম ৭৩ টাকা এবং ১০ গ্রামের দাম ৭৩০ টাকা।


Smita Hari

সম্পর্কিত খবর