ভাদ্র শেষে সস্তা হল সোনালী ধাতু, হুড়মুড়িয়ে কমলো সোনার দাম

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ শুক্রবার বিশ্বকর্মা পুজো। তার আগেই বৃহস্পতিবারে হুড়মুড়িয়ে কমলো সোনার দাম (gold price)। ভাদ্রের প্রায় শেষ লগ্নে এসে সোনালী ধাতুর এই পতন দেখে মধ্যবিত্তের মুখের হাসির অমলিন রয়েছে। সেইসঙ্গে দোকানে দোকানে দেখা যাচ্ছে উপছে পড়া ভিড়ও।

বৃহস্পতিবার বিকেল ৫ টা পর্যন্ত দামের এই পতন খুব ভালো ভাবেই লক্ষ্য করা গেল। সোনার দাম কম দেখে ইতিমধ্যেই দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা।

silver gold price on 2 nd august in kolkata

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনার (today’s gold price) দাম কমে দাঁড়িয়েছে ৪৬ হাজারের ঘরে। অর্থাৎ, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৬৩০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৩০ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৯০০০ টাকা এবং ১ গ্রামের ৪৯০০ টাকা।

অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৬১৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬১৫ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৫০৩৫০ টাকা এবং ১ গ্রামের ৫০৩৫ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৪০০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪০০ টাকা।

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম (silver price) কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে রূপোর দাম কমে দাঁড়িয়ে ১ গ্রামের দাম পড়েছে ৬২.৮০ টাকা এবং ১০ গ্রামের দাম রয়েছে ৬২৮ টাকা।

X