লক্ষ্মীবারে দারুণ সস্তা সোনালী ধাতু, হুড়মুড়িয়ে বেশকিছুটা কমলো সোনা- রূপোর দাম

বাংলাহান্ট ডেস্কঃ চলতি মাসের শুরু থেকেই হুড়মুড়িয়ে বেশকিছু দিন কমেছিল সোনার দাম (gold price)। কিন্তু মাঝে আবারও ঘুরে দাঁড়িয়ে উর্দ্ধমুখী হতে শুরু করে। তবে মাসের শেষের দিকে এসে, আজ আবারও বেশ খানিকটা কমলো সোনার দাম। লক্ষ্মীবারে দারুণ সস্তা সোনালী ধাতু।

বৃহস্পতিবার বিকেল ৫ টা পর্যন্ত দামের এই পতন খুব ভালো ভাবেই লক্ষ্য করা গেল। সোনার দাম কম দেখে ইতিমধ্যেই দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা।

gold 1574249966 1

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনার (today’s gold price) দাম কমে দাঁড়িয়েছে ৪৬ হাজারের ঘরে। অর্থাৎ, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৬৬০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৬০ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৯৩০০ টাকা এবং ১ গ্রামের ৪৯৩০ টাকা।

185103 1508251326

অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৬২৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬২৫ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৫০৪৫০ টাকা এবং ১ গ্রামের ৫০৪৫ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৪১০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪১০ টাকা।

file 20190611 32321 k3juqs 1

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম (silver price) কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে রূপোর দাম কমে দাঁড়িয়ে ১ গ্রামের দাম পড়েছে ৬২.৫০ টাকা এবং ১০ গ্রামের দাম রয়েছে ৬২৫ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর