নববর্ষের আগেই বিশাল সুখবর! সোনা রূপোর দামে হল সুপার পতন, দেখুন আজকের দাম

বাংলাহান্ট ডেস্কঃ সপ্তাহের শেষের দিকে আবারও বেশকিছুটা কমল সোনার দাম (gold price)। বিয়ের মরশুম না হলেও, এই সময় বেশ কিছুটা করে কমছে সোনার দামের গ্রাফ। সোনা মানুষের নানান কাজে লাগে। কম দামে গহনা কিনে রাখলে, ভবিষ্যতে তা কাজে লাগানো যায়।

স্বর্ণ বাজারের ক্রমাগত এই ধস দেখে ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটেছে মধ্যবিত্তের। শুক্রবার বিকেল সাড়ে ৫ টা অবধি দামের এই ভারী পতন লক্ষ্য করা গেল।

249309 172024 untitled 6 copy1

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনা (today’s gold price) অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম নেমে দাঁড়িয়েছে ৪৪ হাজারের থেকে সামান্য বেশি। আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৪২৪০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪২৪ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৬৯৪০ টাকা এবং ১ গ্রামের ৪৬৯৪ টাকা।

A saleswoman selects gold necklaces in a jewellery showroom in India 16b8a450967 large 1

অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৪২৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪২৫ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪২১০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪২১০ টাকা।

silver payal 500x500 1

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে সোনার দামের পাশাপাশি কমেছে রূপোর দামও। ১০ গ্রাম দাম পড়েছে ৬৭.৩০ টাকা এবং ১ গ্রামের দাম রয়েছে ৬৭৩ টাকা।


Smita Hari

সম্পর্কিত খবর