বাংলাহান্ট ডেস্কঃ মাসের শুরুতেই সপ্তাহের প্রথম দিনই কমলো সোনার দাম (gold price)। নতুন মাসের শুরুতেই পতন স্বর্ণবাজারে। সোনা কিন্তু মানুষের নানান কাজে লাগে। বিয়ে থেকে শুরু করে যে কোন শুভ কাজ, সবেতেই সোনা অপরিহার্য। তাই সোনার দামের পতন দেখে হাসির ঝলক ফুটে উঠেছে মধ্যবিত্তের চোখে মুখে।
সোমবার বিকেল ৫ টা পর্যন্ত দামের এই পতন খুব ভালো ভাবেই লক্ষ্য করা গেল। তবে বিধিনিষেধে কিছু ছাড় থাকার কারণে, দোকান কিংবা অনলাইন- সোনার গহনা কেনার ধুম পড়ে গেল।
সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনার (today’s gold price) দাম কমে দাঁড়িয়েছে ৪৬ হাজারের ঘরে। অর্থাৎ, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৭৪০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৭৪০ টাকা।
২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৫০১০০ টাকা এবং ১ গ্রামের ৫০১০ টাকা।
অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৭১৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৭১৫ টাকা।
২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৫১৪৩০ টাকা এবং ১ গ্রামের ৫১৪৩ টাকা।
ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৪৯৯০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৯৯ টাকা।
রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম (silver price) কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে রূপোর দাম কমে দাঁড়িয়েছে ১০ গ্রাম দাম পড়েছে ৬৭.৮৫ টাকা এবং ১ গ্রামের দাম রয়েছে ৬৭৮.৫০ টাকা।