একলাফে ৪৫ হাজারের ঘরে নামল সোনার দাম, দেরী না করে এখুনই যান আপনার কাছের শোরুমে

বাংলাহান্ট ডেস্কঃ আশ্বিনের শুরুতেই সস্তা হল সোনালী ধাতু, বেশখানিকটা কমলো সোনার দাম (gold price)। এক ধাক্কায় সোজা ৪৫ হাজারের ঘরে দাঁড়াল সোনার দাম। সোনালী ধাতুর এই পতন দেখে মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছে মধ্যবিত্তের। সেইসঙ্গে দোকানে দোকানে দেখা যাচ্ছে উপছে পড়া ভিড়ও।

সোমবার বিকেল ৫ টা পর্যন্ত দামের এই পতন খুব ভালো ভাবেই লক্ষ্য করা গেল। সোনার দাম কম দেখে ইতিমধ্যেই দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা।

silver gold price on 22 nd march in kolkata

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনার (today’s gold price) দাম কমে দাঁড়িয়েছে ৪৫ হাজারের ঘরে। অর্থাৎ, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৫৫৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫৫৫ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৮২৫০ টাকা এবং ১ গ্রামের ৪৮২৫ টাকা।

silver gold price on 30 th august in kolkata

অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৫৪৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫৪৫ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৯৫৮০ টাকা এবং ১ গ্রামের ৪৯৮৫ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৩৩০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৩৩০ টাকা।

Bracelet 01

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম (silver price) কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে রূপোর দাম দাঁড়িয়ে ১ গ্রামের দাম পড়েছে ৬০ টাকা এবং ১০ গ্রামের দাম রয়েছে ৬০০ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর