কোহলির আচমকা RCB-র অধিনায়কত্ব ছাড়ায় কটাক্ষ গম্ভীরের, তুললেন বড় প্রশ্ন

 

বাংলা হান্ট ডেস্কঃ এর আগেই ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক থাকতে চান না তিনি। সেই নিয়ে আলোচনা পর্যালোচনা শেষ না হতে হতেই ফের গতকাল একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন কোহলি। তিনি জানিয়ে দিয়েছেন এবার আরসিবির নেতৃত্বের দায়িত্বও ছেড়ে দেবেন তিনি। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হিসেবে এটাই তার শেষ আইপিএল।

এক সপ্তাহের মধ্যেই তার এই দু’টি বড় সিদ্ধান্ত রীতিমত অবাক করে দিয়েছে সকলকে। স্বাভাবিকভাবেই এ প্রসঙ্গে মুখ খুলছেন একের পর এক তারকা। এবারে প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। বাঁহাতি এই ব্যাটসম্যান নিজে আইপিএলে ছিলেন একজন সফল ক্যাপ্টেন। বিরাটের এই সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন , “যদি বিরাট কোহলিকে এই কাজটা করতে হতো, তাহলে টুর্নামেন্টের পরেও তিনি এটা করতে পারতেন।”

গৌতমের মতে এটা মোটেই সঠিক সময় নয়, আইপিএলে এবার ভালো খেলছে আরসিবি কোহলির এই সিদ্ধান্ত দলের উপর চাপ তৈরি করবে। গম্ভীর বলেন, “আরসিবি এই আইপিএল মৌসুমে খুব ভালো অবস্থানে আছে। কেন আপনি দলের উপর অতিরিক্ত চাপ দিতে চান? বিরাটের জন্য দলের উপর শিরোপা জয়ের জন্য বাড়তি চাপ থাকবে। আপনি একজনের জন্য শিরোপা জিততে চান না, আপনি এটি পুরো ফ্র্যাঞ্চাইজির জন্য করতে চান।”

921144 918335 685871 674445 sadkohli

প্রসঙ্গত উল্লেখ্য, বিরাট কোহলির নেতৃত্বে এবারের আইপিএলের প্রথম পর্বে যথেষ্ট ভাল পারফরম্যান্স উপহার দিয়েছে আরসিবি। ইতিমধ্যেই সাতটি ম্যাচের মধ্যে পাঁচটি জিতে নিয়েছে তারা। লীগ টেবিলে তাদের স্থান তৃতীয়। মোটের উপর আর তিনটি ম্যাচ জিততে পারলেই প্লে অফস নিশ্চিত হয়ে যাবে তাদের। এমতাবস্থায়, বিরাটের এই সিদ্ধান্ত আরসিবি দলকে চাপে রাখবে বলেই মনে করছেন গৌতম গম্ভীর।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর