রেকর্ড পতন স্বর্ণ বাজারে, লক্ষ্মীবারে ৪৫ হাজারের ঘরে দাঁড়াল সোনার দাম

বাংলাহান্ট ডেস্কঃ একলাফে ৪৫ হাজারের ঘরে নেমে এল সোনার দাম (gold price)। বুধবারের বাজারে সোনার দাম কমলেও, বৃহস্পতিবারের বাজারে রেকর্ড পতন ঘটল স্বর্ণ বাজারে। চলতি মাসে এখনও অবধি এটাই সবথেকে কম দাম। সোনার দামের এই ভারী পতন দেখে মুখে হাসি মধ্যেবিত্তের।

লক্ষ্মীবারে অর্থাৎ বৃহস্পতিবারে এই বিরাট দামের পতন বিকেল ৫ টা অবধি লক্ষ্য করা গেল। সেইসঙ্গে সোনার দোকানে উপছে পড়া ভিড়ও দেখা গেল। তাই আর দেরী না করে এখনই পৌঁছে যান আপনার নিকটবর্তী সোনার দোকানে। আর কিনে নিন আপনার পছন্দের সেরা গহনাটা।file6zqki1odm6o6snqz74o

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনা (today’s gold price) অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম নেমে দাঁড়িয়েছে ৪৫ হাজারের ঘরে। আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৫৯৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫৯৫ টাকা।

এক নজরে ঘুরে নিন ভারতের বেশ কিছু এলাকার স্বর্ণবাজার।
দিল্লীতে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৫৫৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫৫৫ টাকা।
কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায় আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৩৪০০ টাকা।

file 20190611 32321 k3juqs 1

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে সোনার দামের পাশাপাশি কমেছে রূপোর দামও। ১০ গ্রাম দাম পড়েছে ৭০.২০ টাকা এবং ১ গ্রামের দাম রয়েছে ৭০২ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর