সোনার দাম দেখে মুখে হাসি মধ্যবিত্তের, সপ্তাহের মাঝে আবারও ধাক্কা খেল স্বর্ণ বাজার

বাংলাহান্ট ডেস্কঃ কেন্দ্রীয় বাজেটে সোনা আমদানী শুল্কে কাটছাঁট হতেই হুড়মুড়িয়ে পড়তে শুরু করেছে সোনার দাম (gold price)। সোমবার মাসের শুরুর দিনই বেশখানিকটা পতনের পর আজ আবারও ধাক্কা খেল স্বর্ণ বাজার। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনার দাম।

সোনা এমনই একটি জিনিস, যা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। বিয়ের গহনা থেকে শুভ কাজ, সবেতেই সোনার চাহিদা রয়েছে। আবার তো সোনা প্রেমী মানুষেরা বিভিন্ন অনুষ্ঠানেও সোনার গহনা কিনে থাকেন। সোনার দামের এই ভারী পতন বুধবার বিকেল সাড়ে ৫ টা পযন্ত দেখা গেল।

woman tries gold earring inside jewellery showroom market mumbai

সোনার দাম
কলকাতায় আজকের দিনে গহনা সোনার দাম (today’s gold price) অর্থাৎ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম কমে দাঁড়িয়েছে- ৪৮০৭০ টাকা এবং ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৮০৭ টাকা।

দিল্লীতে এই গহনা সোনার আজকের দিনে ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৬৯০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৯০ টাকা। যা কলকাতার থেকে বেশ অনেকটাই কম রয়েছে।

gold india e1557214199387

উল্টোদিকে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম কলকাতায় দাঁড়িয়েছে ৫০৭৭০ টাকা এবং ১ গ্রামের দাম ৫০৭৭ টাকা।
দিল্লীতে রয়েছে ১০ গ্রামের দাম ৫১১৬০ টাকা এবং ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৫১১৬ টাকা।

সোনার দামের রেট চার্ট দেখলে দেখা যায় কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায় আজকের দিনে দাম রয়েছে সবথেকে কম। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৪৭৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৭৫ টাকা।

small PLBANGLE49

রূপোর দাম
সোনার দামের পাশাপাশি আজকে কমেছে রূপোর দামও (today’s silver price)। ১ গ্রামের দাম ৬৯ টাকা এবং ১০ গ্রামের দাম ৬৯০ টাকা।


Smita Hari

সম্পর্কিত খবর