মাসের শেষে বেশ কিছুটা কমলো সোনার দাম, ঠোঁটের কোণে বাঁকা হাসি মধ্যবিত্তের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ মাসের একেবারে শেষের দিকে এসে বেশ কিছুটা কমল সোনার দাম (gold price)। স্বর্ণবাজারের এই ভারী পতন দেখে মুখে হাসি মধ্যবিত্তের। চলতি মাসের শুরু থেকেই হুড়মুড়িয়ে কমছে সোনার দাম। যার ফলে ব্যবসায়ীর মাথায় হাত পড়লেও, মুখের হাসি বহাল রয়েছে ক্রেতাদের।

সোমবার বিকেল ৫ টা পর্যন্ত দামের এই পতন খুব ভালো ভাবেই লক্ষ্য করা গেল। সোনার দাম কম দেখে ইতিমধ্যেই দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা।

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনার (today’s gold price) দাম কমে দাঁড়িয়েছে ৪৬ হাজারের ঘরে। অর্থাৎ, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৬৯৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৯৫ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৯৬৫০ টাকা এবং ১ গ্রামের ৪৯৩০৬৫ টাকা।

অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৬৬০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৬০ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৫০৮০০ টাকা এবং ১ গ্রামের ৫০৮০ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৪৪৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৪৫ টাকা।

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম (silver price) কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে রূপোর দাম কমে দাঁড়িয়ে ১ গ্রামের দাম পড়েছে ৬৩.৬০ টাকা এবং ১০ গ্রামের দাম রয়েছে ৬৩৬ টাকা।

X