উত্তাপ বৃদ্ধির সঙ্গে বাংলার এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা, আপডেট দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ বঙ্গে রাজনৈতিক উত্তেজনার পারদ যেভাবে বাড়ছে, সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আবহাওয়ার (weather) উত্তাপ। কলকাতা সহ গোটা দক্ষিণে বৃষ্টির চিহ্নমাত্র নেই। গরমে হাঁসফাঁস করছে মানুষজন। আগামী ৩-৪ দিনে দক্ষিণে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর।

এখানেই শেষ নয়, আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম অর্থাৎ পশ্চিমের এই জেলাগুলোতে লু পড়ার মত অবস্থা তৈরি হবে। তাপপ্রবাহের জন্য জারি করা হয়েছে সতর্কতা। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ারও পূর্বাভাস পাওয়া যাচ্ছে।

in kol 1

ঠিক এর বিপরীত অবস্থা বিজার করছে বঙ্গের উত্তর দিকে। সেখানে আগেও বেশকিছু দিন ঝড় বৃষ্টির বেশ ভালোই দাপট দেখা গিয়েছিল। হাওয়া অফিস জানাচ্ছে, আবারও আজ এবং আগামীকাল উত্তরের বেশকিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপর নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হওয়ায় বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প এলাকায় প্রবেশ করায় কালিম্পং, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আজকের আবহাওয়া
বুধবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে রৌদ্রোজ্জ্বল থেকে আংশিক মেঘলা আকাশ এবং রাতের দিকে আবছা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Heat wave Delhi and rain DNA India 12001

আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘর স্পর্শ করলেও সর্বনিম্ন তাপমাত্রা বেশকিছুটা কমতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে আগামী বেশ কিছুদিন দক্ষিণ বঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে বলেও জানা গিয়েছে। বৃষ্টির কোন খবর নেই।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর