বাংলাহান্ট ডেস্কঃ ৪৩ হাজারের ঘরে নামল সোনার দাম (gold price)। নতুন বছরে এবং মার্চ মাসে এটাই প্রথমবার রেকর্ড সীমার থেকেও নীচে নামল সোনার গ্রাফ। একদিকে রাজনীতির পারদ যেহারে বৃদ্ধি পাচ্ছে, উল্টোদিকে সোনার দামের পারদ ততোটাই নীচের দিকে নামছে।
নতুন মাসের প্রথম সপ্তাহেই একেবারে ৪৩ হাজারের ঘরে দাঁড়াল সোনার দামের গ্রাফ। গত ফেব্রুয়ারী মাসে সোনার দামের পতন হলেও, এতোটা পতন হতেও দেখা যায়নি। বিয়ের মরশুমে আবারও মুখ থুবড়ে পড়ল স্বর্ণ বাজার।
সোনার দামের এই পতন বিকেল সাড়ে ৪ টা অবধি বেশ ভালোভাবেই লক্ষ্য করা গেল।
সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনা (today’s gold price) অর্থাৎ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৩৮২০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৩৮২ টাকা।
২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৬৫২০ টাকা এবং ১ গ্রামের ৪৬৫২ টাকা।
অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৩৬০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৩৬০ টাকা।
ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪১৪৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪১৪৫ টাকা।
রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে পতনের পর রূপোর দাম দাঁড়িয়েছে ১০ গ্রাম দাম ৬৫.৪২ টাকা এবং ১ গ্রামের দাম ৬৫৪.২০ টাকা।