সকাল সকাল ভারী পতন স্বর্ণ বাজারে, সপ্তাহের শেষে এসে বেশ খানিকটা কমলো সোনার দাম

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সপ্তাহান্তে এসে সকালে দোকান খুলতে না খুলতেই মাথায় হাত স্বর্ণ ব্যবসায়ীদের। শনিবার সকাল সকাল কমলো সোনার দাম (gold price)। অন্নপ্রাশন থেকে বিয়ে, সোনা লাগে না এমন কোন কাজ নেই। তাই সোনার দামের পতন দেখে হাসির ঝলক ফুটে উঠেছে মধ্যবিত্তের চোখে মুখে।

শনিবার সকাল ১১ টা পর্যন্ত দামের এই পতন খুব ভালো ভাবেই লক্ষ্য করা গেল। সোনার দাম কম দেখে ইতিমধ্যেই দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা।

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনার (today’s gold price) দাম কমে দাঁড়িয়েছে ৪৬ হাজারের ঘরে। অর্থাৎ, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৬৫০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৫০ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৮০০০ টাকা এবং ১ গ্রামের ৪৮০০ টাকা।

অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৫৭৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫৭৫ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৩৮৫০ টাকা এবং ১ গ্রামের ৪৩৮৫ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৪৯০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৯০ টাকা।

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম (silver price) কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে রূপোর দাম কমে দাঁড়িয়ে ১ গ্রামের দাম পড়েছে ৬৫ টাকা এবং ১০ গ্রামের দাম রয়েছে ৬৫০ টাকা।

X