জীবনে এসেছে একাধিক প্রেম, নাম জড়িয়েছে রতন টাটার সঙ্গেও, তবুও কেন সিঙ্গেল সিমি গারেওয়াল?

জীবনে ভালোবাসা খুঁজে প্যান এমন মানুষ খুব কমই রয়েছে। বেশিরভাগ মানুষই নিজের ভালোবাসার মানুষটি খুঁজে পান না। আবার কিছু কিছু জন সেটিকে হারিয়েও ফেলেন। এমনই কিছু ঘটনা বলিউডে বিরাজমান। বলিউডে দর্শকদের চোখের সামনে একাধিক সম্পর্ক গড়েছে ও ভেঙেছে। আবার কেউ বা ভালোবাসার মানুষ খুঁজে না পেয়ে, একাই চালিয়ে নিয়ে যাচ্ছেন জীবন।

এই ঘটনার সবথেকে বড় উদাহরণ হলেন বলিউড অভিনেত্রী সিমি গারেওয়াল (Simi Garewals)। তিনি ‘দ্য লেডি ইন হোয়াইট’ বলেও পরিচিত। বেশিরভাগ সময়েই সাদা পোশাকে দেখা মিলত সিমির (Simi Garewals)। সেই থেকেই এই নাম জুড়ে যায় তাঁর নামের পাশে। সিমির জীবনেও এসেছে একাধিক ভালোবাসা। তবে, সেগুলি সবই ক্ষণস্থায়ী। আজও একাকিত্বের জীবনই যাপন করেন তিনি।

Simi Garewals

পরবর্তীতে সিমি গারওয়ালের (Simi Garewals) নাম জড়ায় জনপ্রিয় ব্যবসায়ী রতন টাটার সঙ্গেও

মাত্র ১৭ বছর বয়সে তাঁর জীবনে আসে প্রথম ভালোবাসা। অন্যকেউ নয়, প্রতিবেশী এক সুদর্শন পুরুষের প্রেমেই মজেছিলেন অভিনেত্রী। তবে, প্রেমের পর জানতে পারেন, বাড়ির পাশের ওই প্রতিবেশী ছেলেটি জামনগরের রাজা। তাঁদের সেই সম্পর্ক থেকে তিন বছর। তারপর বিচ্ছেদ হয়ে যায় দুজনেরই। মহারাজের সঙ্গে প্রেমের গল্পটি এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন সিমি খোদ।

তারপরে বলিউডের একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করে মন জিতেছিলেন সিমি। পরবর্তীতে তাঁর নাম জড়ায় জনপ্রিয় ব্যবসায়ী রতন টাটার সঙ্গেও। তবে, এই ব্যাপারে তৎকালীন সময়ে মুখ খেলেননি ব্যবসায়ী। তবে, এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, রতন টাটাকে তাঁর বেশ ভালোই লাগে। এই নিয়েই শুরু হয়েছিল জল্পনা। পরবর্তীতে রবি মোহনকে বিয়ে করেন সিমি। তবে তাঁদের সেই সম্পর্কও এক দশকের বেশি টেকেনি। আলাদা হয়ে যায় দুজনের পথ। বর্তমানে মুম্বইতেই থাকেন সিমি। আজও একাকিত্বের জীবন কাটাচ্ছেন জনপ্রিয় এই বলি অভিনেত্রী।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর