শতবর্ষ উদযাপনে ঐতিহ্য অটুট, সিমলা ব্যায়াম সমিতির পুজোয় বিদেশ থেকে আসে ভোগ

Published on:

Published on:

Simla Byam Shomiti exercise association celebrates its centenary tradition of offering from abroad continues

বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েকটা দিন। তারপরই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। বর্তমানে বাতাসে শুধু পুজোর গন্ধ। যদিও এই পুজোর নানা বিধ নিয়ম রয়েছে। আর সেই রকমই শতবর্ষ ধরে নিয়ম মেনে চলছে সিমলা ব্যায়াম সমিতি (Simla Byam Shomiti)।

সিমলা ব্যায়াম সমিতির শতবর্ষ পূর্তি, বিদেশ থেকে নৈবেদ্যে অটুট রীতি (Simla Byam Shomiti)

জানা যায়, ১০০ বছর পেরিয়ে আজওসিমলা ব্যায়াম সমিতিতে (Simla Byam Shomiti) মায়ের নৈবেদ্য আসে বিদেশ থেকে। এখানে এখনো ১০০ বছরের পুরনো নিয়ম অক্ষর অক্ষরে মেনে পালন করা হয়। সিমলা ব্যায়াম সমিতির মাঠে এই পুজোর প্যান্ডেল হয়।

সেখানে আলোর নিচে দেয়ালে টাঙানো থাকে নেতাজির একাধিক ছবি। সেই ছবিতে নেতাজি কে নিয়েও ফ্যান্টাসি রিক্সা চালক রামরতনের। এবং তার পাশ কাটিয়ে ঢুকলেই সিমলা ব্যায়াম সমিতির মাঠ। সেখানেই করা হয় এই পুজো।

Simla Byam Shomiti exercise association celebrates its centenary tradition of offering from abroad continues

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় দ্বিতীয়বার মেট্রো বিভ্রাট, গ্রিন লাইনে ফের সমস্যায় পড়লেন যাত্রীরা

এই পুজোয় সেরকম খুব একটা চাকচিক্য নেই। রয়েছে কয়েকটি টিউব লাইট। এছাড়া উজ্জ্বল আলোর নিচে দেয়ালে টাঙানো নেতাজির একাধিক ছবি। পাশাপাশি অফিস ঘরের কর্মকর্তারা ঠাকুরের পুজোর পদ্ম মেলাতে ব্যস্ত।

এই পুজোয় সিমলা ব্যায়াম সমিতির (Simla Byam Shomiti) নৈবিদ্য দেখলে আপনি অবাক হবেন। কারণ এখানে এক মণ চালের নৈবিদ্য দেওয়া হয়। তার সঙ্গে দেওয়া হয় ফলমূল ও অন্যান্য খাবার দাবার। এছাড়াও থাকে এলাহি খাবার-দাবাদের ব্যবস্থা। শোনা যায় বিদেশ থেকে দূরের জন্য এখানে আসে ফল।এই ফর্দে রয়েছে অস্ট্রেলিয়ার আঁশফল। নিউজিল্যান্ডের জামরুল। ইংল্যান্ডের পেয়ারা। এছাড়া আঙুর, আপেল, ব্ল্যাকবেরি আসে নিউজিল্যান্ড থেকে। আসে লাল রঙের তাল। এবং অসময় হলেও রাখতে হবেই বাংলার কাঁঠাল, তাল এবং বেল।