বাবরের সমালোচনা করতেই পাকিস্তানে জীবন নরক হয়ে যায়! মারাত্মক অভিজ্ঞতার কথা শোনালেন সাইমন ডুল

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আচমকাই খবরের শিরোনামে থাকতে শুরু করেছেন প্রাক্তন কিউই ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সাইমন ডুল (Saimon Doull)। কিছুদিন আগে বিরাট কোহলির সমালোচনা করে তিনি শিরোনামে এসেছিলেন। বিরাট কোহলির (Virat Kohli) স্ট্রাইক রেট নিয়ে করাতার মন্তব্য মিশ্র প্রতিক্রিয়া করিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার পাকিস্তান (Pakistan) নিয়ে মন্তব্য করে ফের একবর শিরোনামে তিনি।

বিরাট কোহলি কে নিয়ে তার সমালোচনার সঙ্গে একমত হয়েছেন অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমীই। তিনি যেমনভাবে বিরাটের সমালোচনা করেছেন তেমনি পাকিস্তান সুপার লিগে ধারাভাষ্যকারের কাজ করতে গিয়ে সমালোচনা করেছিলেন বাবর আজমের। সে ক্ষেত্রেও তার সমালোচনার মূল লক্ষ্য ছিল বাবর আজমের স্ট্রাইক রেট।

কিন্তু তার ফল হয় মারাত্মক। পাকিস্তান অধিনায়কের সমালোচনা করায় ভয়ংকর প্রতিহিংসার মুখোমুখি হতে হয় তাকে। না, তাকে কোন শারীরিক নির্যাতন বা অত্যাচারের মুখোমুখি হতে হয়নি। কিন্তু তার নিজের হোটেল রুম থেকে বেরোনো মুশকিল হয়ে যায় তার পক্ষে।

hardik dhawan doull

তার প্রাণ নিয়েও তৈরি হয়েছিল সংশয় এমনটা দাবি করছেন অনেকেই। বাবর আজমের সমালোচনা করার জন্য তার খাবার এবং পানীয় বন্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলেছেন তিনি। শারীরিক অত্যাচার না হলেও তীব্রভাবে মানসিক চাপের মুখে পড়েন তিনি পাকিস্তান অধিনায়কের সমালোচনা করার জন্য।

বাবর আজম এই মুহূর্তে ওডিআই ক্রিকেটের সেরা ব‍্যাটার। টি-টোয়েন্টি ক্রিকেটেও তার রেকর্ড খারাপ নয়। কিন্তু তার কম স্ট্রাইক রেট এর কারণে বেশ কয়েকবার তার ফ্র্যাঞ্চাইজি দল এবং পাকিস্তান জাতীয় দলকেও সমস্যায় পড়তে হয়েছে। তার এই বিষয়টির সমালোচনা করে যে অভিজ্ঞতার মুখোমুখি তাকে পাকিস্তানে পড়তে হয়েছিল সেইটিকে জেলখানায় থাকার অভিজ্ঞতার সঙ্গে তুলনা করেছেন সাইমন ডুল। শেষপর্যন্ত পাকিস্তান ছাড়তে পেরে তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর